1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘ

২ মার্চ ২০২২

জাতিসংঘের হিসাব, ইউক্রেনের এক কোটি ২০ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। তাই তারা এখন ১৭০ কোটি ডলার তুলতে চায়।

https://p.dw.com/p/47r6D
ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢোকার জন্য লাইন। ছবি: Wojtek Radwanski/AFP/Getty Images

রাশিয়ার হামলার পর ইতিমধ্যেই ইউক্রেনের ৪০ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। তবে জাতিসংঘের হিসাব, ইউক্রেনের এক কোটি ২০ লাখ মানুষের সাহায্য দরকার হবে। তাদের খাবার, পানীয় জল চাই, সেই সঙ্গে বাড়ি, ন্যূনতম পরিকাঠামোও দরকার হবে।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ও আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথ জেনিভায় বলেছেন, সংকট ভয়ংকর চেহারা নিচ্ছে। ইউক্রেনের মানুষ এমন অন্ধকার সময় এর আগে কখনো দেখেননি। প্রাথমিক ধাক্কা, অবিশ্বাস এবং অনিশ্চয়তা কাটিয়ে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ইউক্রেনের মানুষ এখন জরুরি ভিত্তিতে সাহায্য ও সুরক্ষা চান।

সেই কাজের জন্য জাতিসংঘ ১৭০ কোটি ডলারের তহবিল চায়। সেজন্য তারা চাইছে, সদস্য দেশগুলি এই তহবিলে ঢালাও অর্থ সাহায্য করুক। এই তহবিলের ৪০ শতাংশ অর্থ দুর্গতদের কাছে সরাসরি ক্যাশ হিসাবে দেয়া হবে। বাকি অর্থ দিয়ে খাবার, স্বাস্থ্য, শিক্ষা, ভেঙে পড়া বাড়ির মেরামতির কাজ করা হবে।

মানবিক সংকট

জাতিসংঘের রিফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর) জানিয়েছে, রাশিয়ার আক্রমণ বহাল থাকলে এবং আরো শহর আক্রান্ত হলে, আরো মানুষ ঘর ছাড়বেন। তারা এখনো পর্যন্ত ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আসা ছয় লাখ ৭৭ হাজার মানুষের নাম নথিভুক্ত করেছেন। সবচেয়ে বেশি মানুষ গেছেন পোল্যান্ডে। সীমান্তে এখনো বহু কিলোমিটার লম্বা লাইন। সীমান্ত পার হতে কয়েক দিন লেগে যাচ্ছে।

এর মধ্যে ৯০ হাজার মানুষ হাঙ্গেরি গেছেন। কয়েক লাখ মানুষ মলডোভা, স্লোভাকিয়া, রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন। প্রতিদিন প্রচুর মানুষ এই দেশগুলিতে আসছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, বর্তমান শতকে এটাই হলো ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী-সংকট।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)