1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের বহু অফিসার নিহত: রাশিয়া

২০ জুন ২০২২

রোববার রাশিয়া এই দাবি করেছে। ইউক্রেন অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের আরো একটি শহর দখল করেছে।

https://p.dw.com/p/4CvNv
ইউক্রেন
ছবি: Ukrainian Presidential Press Service/REUTERS

রোববার ইউক্রেনের একটি কম্যান্ড পোস্টে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে রাশিয়ার সেনার দাবি। তারা জানিয়েছে, ওই সময় কম্যান্ড পোস্টটিতে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার। আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রোববার বিবৃতি দিয়ে রাশিয়া জানিয়েছে, অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ঐতিহাসিক সপ্তাহ: জেলেনস্কি

রোববার রাতে দৈনিক ভিডিও বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক ঐতিহাসিক সপ্তাহ শুরু হতে চলেছে। ১৯৯১ সালে সোভিয়েতের পতনের পর থেকে এমন সময়ের সাক্ষী কম সময়েই থেকেছেন ইউক্রেনের জনগণ।

যুদ্ধের মাঝেই দেশে ফিরছেন যে শরণার্থীরা

জেলেনস্কি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। ব্রাসেলস এই সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানিয়েছেন।

গত সপ্তাহে ইউক্রেনে গেছিলেন জার্মানি, ইটালি, ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। সাংবাদিক বৈঠকে তারা জেলেনস্কিকে জানিয়ে এসেছিলেন, দ্রুত ইউক্রেনকে ইইউ-র অংশ করার প্রক্রিয়া শুরু হবে। তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে বলেও তারা জানিয়েছিলেন। রোববার জেলেনস্কি জানিয়ছেন, চলতি সপ্তাহেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে পারে।

দীর্ঘদিন ধরেই ইউক্রেন এর জন্য অপেক্ষা করছে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। তার বক্তব্য, ইইউ নিজের স্বার্থেই ইউক্রেনকে তাদের অংশ করতে চাইছে। তবে ইইউ এই সিদ্ধান্ত নিলে রাশিয়া আক্রমণ আরো বাড়াবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

আরো অস্ত্র

ইউক্রেন জানিয়েছে, রাশিয়াকে মোকাবিলা করার জন্য তাদের আরো অস্ত্রের প্রয়োজন। পশ্চিমা দেশগুলির কাছে তারা আরো অস্ত্র চেয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, খারকিভের কাছে আবার সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। নতুন করে তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জেলেনস্কির আশঙ্কা।

গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

রাশিয়া জানিয়েছে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভিয়েরোদনেৎস্কের কাছে মেটিওলকাইন দখল করেছে তারা। শহরটি তারা যখন দখল করে তখন সেখানে আশি জন বেসামরিক মানুষ ছিলেন বলে জানা গেছে। বাকি সকলেই পালিয়েছেন।

ইউক্রেন জানিয়েছে, শহরটি আংশিকভাবে দখল করেছে রাশিয়া। ওই শহর থেকে বাণিজ্য শহর সিভিয়েরোদনেৎস্ক খুবই কাছে। মেটিওলকাইন থেকে এবার সিভিয়েরোদনেৎস্কে রাশিয়া হামলা চালাবে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র

বন্ধ হয়ে যাওয়া একটি তাপবিদ্যুৎকেন্দ্রনতুন করে খোলার পরিকল্পনা করেছে অস্ট্রিয়া। পরিবেশের কথা বিবেচনা করে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ার নতুন করে ওই তাপবিদ্যুৎকেন্দ্রটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপবিদ্যুৎকেন্দ্রটিকে সচল করতে বেশ কিছুদিন সময় লাগবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)