1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক

২৩ সেপ্টেম্বর ২০১২

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতা তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে জানিয়েছেন, ব্যাংকের চেয়ারম্যান তাঁর ‘খেয়াল খুশী মতো’ এমডি নিয়োগে সিলেকশন কমিটি গঠন করেছেন৷ এই কমিটি তারা মানেন না৷

https://p.dw.com/p/16CoP
Nobel Peace Prize winner Muhammad Yunus speaks during a business forum in Athens on Wednesday, Oct. 3, 2007. Yunus Bangladeshi economist and the Grameen Bank he founded won the Nobel Peace Prize in 2006 for their pioneering use of tiny, seemingly insignificant loans microcredit to lift millions out of poverty. (AP Photo/Thanassis Stavrakis)
ছবি: AP

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে গত বৃহস্পিতবার সিলেকশন কমিটি গঠন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোজাম্মেল হক৷ সেই কমিটিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য তাহসিনা খাতুনকে সদস্য করা হয়৷ কিন্তু তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে জানান, ‘পরিচালনা পর্ষদের মতামত উপেক্ষা করেই সিলেকশন কমিটি গঠন করা হয়েছে৷' আর তাকে সদস্য করা হয়েছে তাঁর মতামত না নিয়েই৷

তাহসিনা খাতুন জানিয়েছেন, তারা (পরিচালনা পর্ষদ) এই সিলেকশন কমিটি প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংকের বিধি পরিবর্তন করে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করা হয়েছে৷''

তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সিলেকশন কমিটি গঠন করতে হবে৷ আমরা তাঁর নেতৃত্বে একটি সিলেকশন কমিটি গঠনও করছিলাম৷ কিন্তু সরকার বা চেয়রাম্যান তা মানেননি৷''

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ গ্রহীতা এই নারী জানান, তাঁরা কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না৷ গ্রামীণ ব্যাংকের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে প্রয়োজন৷ তাই তাদের মতামত নিয়ে সিলেকশন কমিটি গঠন না করলে তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন৷

প্রসঙ্গত, ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী৷ গত বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য