1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লিগে জার্মান ত্রয়ীর প্রগতি, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বাছাই

২৭ আগস্ট ২০১০

বৃহস্পতিবারের খেলায় ইউরোপা লিগের গ্রুপ পর্যায়ে পৌঁছল তিন জার্মান দল লেভারকুজেন, ডর্টমুন্ড এবং স্টুটগার্ট৷

https://p.dw.com/p/OxNe
স্টুটগার্টের প্রথম গোলের উৎসবছবি: AP

ওদিকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বাছাইতে অপর জার্মান ত্রয়ী বায়ার্ন মিউনিখ, শালকে এবং ভের্ডার ব্রেমেন'ও নকআউট পর্যায়ে পৌঁছনোর আশা করতে পারে৷

ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডের ফিরতি খেলাগুলোতে জার্মান দলগুলিই ফেবারিট ছিল৷ তবুও তাদের জিততে বেশ বেগ পেতে হয়েছে৷ বিশেষ করে স্টুটগার্ট যে স্লোভান ব্রাতিস্লাভা'র মতো দলের বিরুদ্ধে ০:২ গোলে পিছিয়ে পড়তে পারে, এটা ভাবাই যায়নি৷ চূড়ান্ত বাঁশি বাজার মুখে ২:২ করে কোনোমতো মান এবং মুখরক্ষা করে স্টুটগার্ট৷ কেননা পয়লা খেলায় ১:০ গোলে জিতেছিল তারা৷

বায়ার লেভারকুজেন মিশায়েল বালাক এবং স্টেফান কিসলিং'এর মতো স্টারদের বাদ দিয়েই সুদূর উক্রেইনে গিয়েছিল তাভ্রিয়া সিমফেরোল'এর বিরুদ্ধে খেলতে - এবং ৩:১ গোলে জিতে ফিরেছে৷ আগের খেলাতে তারা জিতেছিল ৩:০ গোলে৷ - ডর্টমুন্ড আজারবাইজানের কারাবাগ আগদাম'এর বিরুদ্ধে একটি গোলে জিতেই গ্রুপ পর্যায়ে ওঠার ব্যবস্থা করে ফেলে৷ তবে বাকু'র এক সপ্তাহ আগে ডর্টমুন্ডে তারা জিতেছিল ৪:০ গোলে৷

Qarabag Agdam gegen Borussia Dortmund
একমাত্র গোলের পর ডর্টমুন্ডের খেলোয়াড়রাছবি: picture alliance/dpa

চ্যাম্পিয়নস লিগ

গ্রুপ ‘ই'-তে বায়ার্ন মিউনিখ'কে মোহড়া নিতে হবে ইটালির ভাইস চ্যাম্পিয়ন এএস রোম'এর, যাদের স্ট্রাইকার স্টারের নাম হল ফ্রানচেস্কো টট্টি৷ গ্রুপের অন্য দু'টি দল হল সুইজারল্যান্ডের এফসি বাসেল এবং রোমানিয়ার চ্যাম্পিয়ন সিএফআর ক্লুই৷

গ্রুপ ‘বি'-তে জার্মান ভাইস চ্যাম্পিয়ন শালকে থাকছে ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ এবং পোর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা লিসাবন, ও ইসরায়েলের চ্যাম্পিয়ন হাপোয়েল তেল আভিভ'এর সঙ্গে৷ - তবে সবচেয়ে কঠিন গ্রুপটি পেয়েছে ভের্ডার ব্রেমেন৷ গ্রুপ ‘এ'-তে তাদের মোকাবিলা হবে গতবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ইন্টার মিলান, ইংল্যান্ডের নবাগত টটেনহ্যাম হটস্পার্স এবং ওলন্দাজ চ্যাম্পিয়ন টোয়েন্টে এনস্কেডে'র সঙ্গে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক