1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি ও অস্ট্রিয়ার সীমান্ত বন্ধ

১০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের জেরে ইটালি থেকে কেউ অস্ট্রিয়ায় যেতে পারবেন না৷ মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে অস্ট্রিয়া-ইটালি সীমান্ত৷

https://p.dw.com/p/3ZA7M
Italien Coronavirus Mailand Hauptbahnhof Checkpoint
ছবি: picture-alliance/AP Photo/LaPresse/C. Furlan

করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানো রোধ করতে ইটালিজুড়ে জারি হয়েছে বেশ কিছু কড়া বিধি নিষেধ৷ উত্তর ইটালি সম্পূর্ণ বন্ধ রয়েছে৷

মিলান, ভেনিসসহ উত্তর ইটালির পর্যটনকেন্দ্রগুলোর সমস্ত সিনেমা হল, জাদুঘর ও থিয়েটার বন্ধ৷ উত্তরাঞ্চল থেকে ইটালির অন্যত্র যাওয়া আসার পথও সব বন্ধ৷

এর মধ্যে, অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে যে তারা ইটালির সাথে সমস্ত রকম পরিবহন ব্যবস্থা বন্ধ রাখছে৷ উত্তর ইটালির সাথে সীমান্ত রয়েছে অস্ট্রিয়ার৷ সে কারণেই এমন সিদ্ধান্ত৷

চেক প্রজাতন্ত্র, ইটালি, পোল্যান্ড ও জার্মানির কিছু অংশে বর্তমানে স্কুল বন্ধ রাখা হয়েছে৷ ইউরোপের বেশ কিছু দেশে বড় আকারের সব অনুষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা৷

এসএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য