1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটে ‘সেক্স’, ‘পর্নো’ খুঁজছে শিশুরা

২২ ডিসেম্বর ২০০৯

২০০৯ সালে ইন্টারনেটে শিশুরা যে শব্দগুলো সার্চ করেছে তার মধ্যে অন্যতম ‘সেক্স’৷ ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/LAPH
১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক৷ (ফাইল ফটো)ছবি: AP

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক৷ আর এরপরেই অবস্থান ‘পর্নো' এবং ‘সেক্স' শব্দ দুটির৷

নর্টন জানিয়েছে, বাবামাদের জন্য এই সংবাদ বেশ উদ্বেগের এবং এটি রোধ করতে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা৷ একইসঙ্গে সন্তানদের বোঝাতে হবে ইন্টারনেট থেকে কোন বিষয়টি নেয়া উচিত আর কোন বিষয়টি থেকে দূরে থাকা উচিত৷

নর্টনের মতে ২০০৯ সালে ছেলেরা যে বিষয়গুলো সার্চ করেছে তার মধ্যে সামাজিক নেটওয়ার্কিং, গেমস, কেনাকাটা, এবং এডাল্ট বিষয়াদি রয়েছে৷

একইসঙ্গে মেয়েদের সার্চের তালিকায়ও রয়েছে সামাজিক নেটওয়ার্কিং, আর সেই সাথে রয়েছে মিউজিক, সিনেমা, তারকা, টিভি অনুষ্ঠান অনুসন্ধান৷

নর্টনের একটি বিশেষ সেবার আওতায় ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ১৪ দশমিক ৬ মিলিয়ন ইন্টারনেট সার্চের বিষয়বস্তু দিয়ে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে৷

এই প্রসঙ্গে নর্টনের ইন্টারনেট সুরক্ষা বিষয়ক কর্মকর্তা মারিয়ন ম্যারিট জানান, বিষয়টি যখন ইন্টারনেট তখন বাবামাদের অবশ্যই সন্তানের প্রতি বাড়তি খেয়াল রাখা উচিত৷

সংস্থাটির অনলাইন ফ্যামিলিডট নর্টন সেবা প্রসঙ্গে মারিয়ন জানান, এই সেবা ব্যবহার করে শিশুদের ইন্টারনেট ব্যবহারের সকল দিক ববাবামা জানতে পারবে৷ একইসঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি করা সম্ভব হবে৷

প্রসঙ্গত, নর্টনের এই সেবাটি ইন্টারনেটে পাওয়া যাবে বিনামুল্যে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক