1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮৯ জন নিহতের আশংকা

২৯ অক্টোবর ২০১৮

রাজধানী জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই ১৮৯ জন আরোহী নিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের একটি ফ্লাইট৷ আরোহীদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা৷ বিমানটি একেবারেই নতুন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/37IFd
ছবি: picture-alliance/AP Photo/H. Sutrisno

ইন্দোনেশিয়ার বাজেট এয়ারলাইন লায়ন এয়ার জাকার্তার সুকর্ণ-হাতা বিমানবন্দর থেকে উড়াল দেয়ার মাত্র ১৩ মিনিট পর জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷ লায়ন এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ৮ জন ক্রুসহ মোট ১৮৯ জন আরোহী ছিলেন৷ এছাড়া আরোহীদের মধ্যে ছিলেন ২৩ জন সরকারি কর্মকর্তা৷ উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, জাভার পশ্চিম প্রদেশ কারাওয়াং-এর উপর দিয়ে যাওয়ার সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান বলেছেন, ‘‘এই দুর্ঘটনায় কারো বাঁচার সম্ভাবনা আছে কিনা আমরা বলতে পারছি না৷ আমরা কেবল প্রার্থনা করছি, কিন্তু নিশ্চিত করে কিছুই বলার নেই৷''

উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত বিমান আরোহীদের কয়েকটি মোবাইল ফোন, লাইফ ভেস্ট এবং বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন৷

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান টুইটারে উদ্ধারকাজের কিছু ছবি টুইট করেছেন৷

লায়ন এয়ার জানিয়েছে, সুমাত্রার পূর্বাঞ্চলে বাঙ্কা দ্বীপে রওনা হয়েছিল যাত্রীবাহী বিমানটি৷ পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় জেলেরাসহ অন্তত তিনশ' মানুষ উদ্ধার কাজে সহযোগিতা করছেন৷ ডুবুরিরা বিমানটি ঠিক কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে তা খোঁজার চেষ্টা করছেন৷

সুইডিশ ফ্লাইট ট্রেকিং সার্ভিস ফ্লাইটরাডার-২৪ জানিয়েছে, বোয়িং ৭৩৭ এমএএক্স ৮ ফ্লাইটটিকে গত আগস্টে লায়ন এয়ারের কাছে হস্তান্তর করা হয়৷ তারা টুইটারে জানিয়েছে, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, বিমানের গতি খুব বেশি ছিল এবং শেষ মুহূর্তে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে৷

লায়ন এয়ার সাংবাদিকদের জানিয়েছে, আগস্ট থেকে তারা এই বিমানটি পরিচালনা করছে৷ এর পাইলট এবং কো-পাইলট দু'জনই অন্তত ১১ হাজার ঘণ্টা ‘ফ্লাইং টাইম' পাড়ি দিয়েছেন৷ বিমানটি ওড়ার সময় আবহাওয়া একেবারে ভালো ছিল, কোনো মেঘ, ঝড় বা ঝড়ো বাতাসের লক্ষণ ছিল না৷

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িং জানিয়েছে, তারা এই ঘটনায় ভীষণভাবে শোকাহত৷ এর তদন্তে তারা সব ধরনের সহযোগিতা করবে৷ ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক কয়েক বছরে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে৷ ২০১৩ সালে বালির কাছে লায়ন এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য