1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরাক

ইরাকে কুর্দি গ্রামে আইএস হামলা

৬ ডিসেম্বর ২০২১

উত্তর ইরাকে কিরকুকের কাছে অন্ততপক্ষে দুইটি গ্রামে আইএস হামলা। কুর্দি বাহিনীর দুই সদস্য মৃত।

https://p.dw.com/p/43sLu
উত্তর ইরাকে এখন বারবার হামলা করছে আইএস।ছবি: AFP/Getty Images/J. Lopez

রোববার উত্তর ইরাকের একাধিক জায়গায় হামলা চালায় আইএস সদস্যরা। এই এলাকাগুলি এখন কুর্দিদের নিয়ন্ত্রণে থাকলেও তা নিয়ে বাগদাদ ও কুর্দিদের বিরোধ রয়েছে। আইএস সদস্যরা কিরকুকের কাছে কারা সালেম গ্রামে হামলা করে। তাদের হামলায় অন্তত দুই জন কুর্দি মারা যান।

কুর্দিদের আঞ্চলিক সরকারের তরফে জানানো হয়েছে. তাদের বাহিনীর কয়েকজন হতাহত হয়েছেন। জঙ্গিদের তাড়া করে ভাগিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সংবাদসংস্থা রয়টার্সকে স্থানীয় বাহিনীর একজন কর্নেল জানিয়েছেন, আইএস এখন রাতের অন্ধকারে এসে আক্রমণ চালায় এবং পালিয়ে যায়। রোববারের ঘটনার পর আরো কুর্দি বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দেখা হচ্ছে, আর যাতে এই ধরনের আক্রমণ না হয়।

গ্রাম ঘিরে আইএস

রোববার সকালে আইএস জঙ্গিরা কিরকুকে লুহাইবান নামে একটি গ্রাম ঘিরে ফেলে। সংবাদসংস্থা কুর্দিস্তান ২৪ জানিয়েছে, দশটি পরিবার বাদ দিয়ে বাকি সবাই গ্রাম ছেড়ে চলে গেছেন। ওই দশটি পরিবারকেও বের করে আনার চেষ্টা চলছে। জনা চব্বিশ আইএস সদস্য গ্রামটি ঘিরে ফেলেছে।

আইএস ও ইরাক

আইএস যে সব জায়গায় আক্রমণ করেছে, তা একেবারেই প্রত্যন্ত এলাকা।

২০১৪ সালে আইএস ইরাকের বিস্তীর্ণ এলকা দখল করে নেয়। ২০১৭ সালে অবশ্য তা সেই সব এলাকার নিয়ন্ত্রণ হারায়। এখন আবার তারা ইরাকে সক্রিয় হচ্ছে।

আইএস এখন আফগানিস্তান থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটা দেশেও মাথাচাড়া দিয়েছে।

জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি, এপি)