1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে মার্কিন ঘাঁটিতে লাগাতার রকেট হানা

১৬ ফেব্রুয়ারি ২০২১

ইরাকের কুর্দিস্তান এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে লাগাতার রকেট হানা। মৃত এক, আহত পাঁচ।

https://p.dw.com/p/3pPS1
রকেট-হানার পর বিমানবন্দরে নিরাপত্তা এখন অনেকটাই বাড়ানো হয়েছে। বিমান চলাচলও বন্ধ। ছবি: Yunus Keles/AA/picture alliance

সোমবার একের পর এক রকেট আছড়ে পড়ল কুর্দিস্তানে। এর ফলে একজন বিদেশি কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। এক মার্কিন সেনা সহ আহত পাঁচজন। মার্কিন জোট বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ''সোমবার কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একের পর এক রকেট আছড়ে পড়েছে। তাতে একজন মারা গেছেন।''

মুখপাত্র জানিয়েছেন, যিনি রকেট হানায় মারা গেছেন, তিনি একজন কন্ট্রাক্টর। তিনি ইরাকি নন। মার্কিনও নন। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। যে পাঁচজন আহত হয়েছেন, তাঁরা সকলেই মার্কিন নাগরিক। চারজন কন্ট্রাক্টর ও একজন সেনা।

অন্তত তিনটি রকেট ইরবিলের অসামরিক বিমানবন্দরের কাছে আছড়ে পড়েছে। এখানেই জোট বাহিনীর ঘাঁটি। আইএসের সঙ্গে লড়াই করার জন্য তাঁরা এখানে আছে। এরপরই নিরাপত্তার জন্য ইরবিল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। কোনো বিমান ওঠানামা করছে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা নাগাদ রকেট হামলা শুরু হয়। এই রকেট ছোড়া হয় দক্ষিণের কিরকুক এলাকা থেকে। কয়েকটি রকেট শহরতলির বসতি এলাকায় পড়ে। কয়েকটি গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। তদন্ত চলছে।

ইরাকের প্রেসিডেন্ট বলেছেন, এটা জঘন্য সন্ত্রাসবাদী কাজ। কুর্দিস্তানের প্রধানমন্ত্রী বারজানি এই ঘটনার নিন্দা করেছেন।

গত কয়েক মাসের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর উপর এটাই সব চেয়ে বড় হানা। পাঁচ মাস পর আবার ইরবিল বিমানবন্দর আক্রান্ত হলো। দুই মাস পরে আবার জোট বাহিনীর উপর আক্রমণ শানানো হলো। সারায়া আউলিয়া আল-দাম নামে একটি গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেছে। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে এই আক্রমণ বলে জানানো হয়েছে। এই ধরনের বেশ কিছু গোষ্ঠী ইরাকে গজিয়ে উঠেছে। মার্কিন ও ইরাকি বাহিনীর মতে, এই গুলি ইরানের মদতপুষ্ট গোষ্ঠী।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স, এপি)