1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে জোড়া হামলা

৭ জুন ২০১৭

ইরানের রাজধানী তেহরানের পার্লামেন্ট ভবন এবং বিপ্লবী নেতা আয়াতোল্লাহ খামেনেই-এর সমাধিতে সন্ত্রাসীরা জোড়া হামলা চালিয়েছে৷ গোলাগুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম৷ হামলায় আহত অন্তত ৪২ জন৷

https://p.dw.com/p/2eFh2
ছবি: Reuters/TIMA

ইরান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সকালে দু'টি সন্ত্রাসী দল পার্লামেন্ট এবং খামেনেইয়ের মাজারে হামলা চালায়৷ তৃতীয় একটি দলকে হামলা চালানোর আগেই ধরে ফেলে নিরাপত্তাবাহিনী৷ সাইট ইনটেলিজেন্ট গ্রুপ জানিয়েছে, তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে৷ তাদের দাবি সত্য হলে শিয়া অধ্যুষিত ইরানে সুন্নি জঙ্গি গোষ্ঠীটির প্রথম হামলা হবে৷

পার্লামেন্ট ভবনে হামলা:

পার্লামেন্টের এক সদস্য রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-কে জানিয়েছেন, পার্লামেন্ট কমপ্লেক্সের ভেতর সকালে চার বন্দুকধারী ঢুকে পড়ে৷ তাদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল৷ সংবাদ সংস্থা ইসনা এবং ফারস জানিয়েছে, ভবনের উত্তর দিক দিয়ে নিরাপত্তারক্ষীকে গুলি করে ভেতরে ঢোকে বন্দুকধারীরা৷ এরপর এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়৷ স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, হামলার এক ঘণ্টা পর নিরাপত্তাবাহিনীর গুলিতে বাকি হামলাকারীরা নিহত হয়েছে৷

খামেনেইয়ের সমাধিতে হামলা:

প্রেস টিভি এবং অন্যান্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের দক্ষিণাঞ্চলে পার্লামেন্ট ভবন থেকে ২০ কিলোমিটার দূরে বিপ্লবী নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের সমাধির কাছে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে৷ সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বন্দুকধারী এক ব্যক্তি সমাধির পশ্চিমদিকের গেট দিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে, এরপর নিজের শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়৷

হামলার পর পরই তেহরানে সতর্কতা জারি করা হয়েছে৷ খামেনেইয়ের সমাধির আশেপাশে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ সাধারণ পরিবহণ ব্যবস্থা বন্ধ রয়েছে৷ 

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য