1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে সামরিক কুচকাওয়াজে গুলি, নিহত অন্তত ২৪

২২ সেপ্টেম্বর ২০১৮

ইরানের দক্ষিণ-পশ্চিমের শহর আহভাজে এক সামরিক কুচকাওয়াজে গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এ হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/35Kjs
ছবি: ISNA/S.H. Najaf

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরাক-ইরান যুদ্ধ স্মরণ করতে আয়োজন করা হয়েছিল এই কুচকাওয়াজ৷ অন্তত ৫৩ জন এই হামলায় আহত হয়েছেন বলেও জানিয়েছে আইআরএনএ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘‘বেসামরিক অনেকেও এই হামলায় হতাহত হয়েছেন, যাদের মধ্যে কুচকাওয়াজ দেখতে আসা নারী ও শিশুও রয়েছেন৷'' তবে নিহতদের অধিকাংশই দেশটির ‘রিভল্যুশনারি গার্ডের' সদস্য বলেও জানা গেছে৷

এর আগে বন্দুকধারীদের ‘তাকফিরি' বলে উল্লেখ করে আইআরএনএ৷ ইসলামিক স্টেটের সদস্যদের এই নামে ডাকা হতো৷ তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মোটরসাইকেলে চড়ে আসা দুই বন্দুকধারী চালিয়েছে এই হামলা৷

‘বিদেশি শক্তি'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ টুইটারে জানিয়েছেন, বন্দুকধারীরা ‘বিদেশি একটি শক্তির অর্থে নিয়োগপ্রাপ্ত, প্রশিক্ষিত এবং সশস্ত্র জঙ্গি৷' কিন্তু ‘বিদেশি শক্তি' বলতে তিনি কাদের বোঝাচ্ছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি৷

তবে, কিছু ‘প্রতিবেশী রাষ্ট্র' ও তাঁদের ‘মার্কিন প্রভু'কে এই হামলার জন্য দায়ী করেছেন তিনি৷ একই সাথে, ইরান ‘দ্রুত এবং স্পষ্ট' ব্যবস্থা নিবে বলেও জানান তিনি৷

ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজ৷ তেল-সমৃদ্ধ এই এলাকায় আরব বিচ্ছিন্নতাবাদীরা অতীতে অনেকবার তেলের পাইপলাইনে হামলা চালিয়েছে৷ শিয়া অধ্যুষিত ইরানের এই অঞ্চলে সুন্নিদের প্রাধান্য বেশি৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসও সুন্নি মতাদর্শে বিশ্বাসী৷

গত বছরের ৭ জুন রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবনে হামলা চালায় আইএস জঙ্গিরা৷ হামলা হয় আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনির মাজারেও৷ সেসব হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৫০ জন আহত হন৷

এডিকে/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য