1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদিবিদ্বেষ কমাতে জার্মান প্রেসিডেন্টের উদ্যোগ

২ মে ২০১৮

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইহুদিবিদ্বেষ বেড়েছে৷ ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা রুখতে শিয়া মুসলমানদের নেতাদের সঙ্গে কথা বলেছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার৷ জানতে চেয়েছেন, নিজেদের সম্প্রদায়ে ইহুদিবিদ্বেষ কমাতে কী করছেন তাঁরা?

https://p.dw.com/p/2wzPk
Bundespräsident Steinmeier trifft Schiiten
ছবি: picture-alliance/dpa/M.Kappeler

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ব্যাপকতা ফুটে উঠেছে বেশ কিছু ঘটনায়৷ কয়েকদিন আগে ইহুদিদের বিশেষ টুপি পরা দুই ব্যক্তির ওপর এক সিরীয় মুসলমানের হামলার ভিডিও সমালোচনার ঝড় তোলে৷ এর আগে গানের কথায় ইহুদিবিদ্বেষী বক্তব্য থাকায় সংগীত বিষয়ক একটি পুরস্কার প্রদানও বাতিল হয়েছে৷

ইহুদিবিদ্বেষ ক্রমাগত বেড়ে চলায় জার্মান সরকার উদ্বিগ্ন৷ প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার গত কিছুদিন ধরে সব ধর্মের নেতাদের সঙ্গে কথা বলছেন৷

ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট খ্রিষ্টানদের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷ গির্জার যাজকদেরও সমাজে ইহুদিদের প্রতি সম্মান এবং সহানুভূতি বাড়ানোয় ভূমিকার রাখার অনুরোধ জানিয়েছেন৷ গত সপ্তাহে শিয়া মুসলমানদের নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করেছেন স্টাইনমায়ার৷ এ সব বৈঠকে একটাই অনুরাধ ছিল জার্মান প্রেসিডেন্টের, ‘‘ আপনারা ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখুন৷''

অবশেষে শিয়া মুসলমানদের সংগঠন শিয়াইট কনগ্রেগেশন ইন জার্মানি (আইজিএস)-এর সঙ্গেও বৈঠক হলো সোমবার৷ বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে আইজিএস-এর নেতাদের উদ্দেশ্যে স্টাইনমায়ার বলেন, ‘‘এমন নয় যে, ইহুদিবিদ্বেষের সমস্যা শুধু মুসলমানদের মাঝেই দেখা গেছে৷ তবে এটা ঠিক, এ প্রবণতা মুসলমানদের মাঝেই বেশি৷'' তারপর তিনি শিয়া নেতারা নিজেদের সম্প্রদায়ের মানুষদের মধ্যে অন্য  ধর্মের প্রতি সহিষ্ণুতা বাড়ানোর জন্য কী কী করছেন, তা জানতে চান৷ জানা গেছে, উপস্থিত শিয়া নেতারা তখন ধর্মীয় উগ্রতা কমাতে তাঁদের বেশ কিছু উদ্যোগ এবং পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্টকে৷ প্রায় ২ লক্ষ ৮০ হাজারের মতো শিয়া মুসলমান রয়েছে জার্মানিতে৷ মোট মুসলিম জনসংখ্যার প্রায় সাত ভাগ তাঁরা৷

এসিবি/ডিজি (কেএনএ, ডিপিএ, রয়টার্স)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান