1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজ শুরু করেছে দুই কোরিয়া

৩০ এপ্রিল ২০১৮

শুক্রবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠকের পর দক্ষিণ কোরিয়া উত্তরের দিকে তাক করে রাখা লাউডস্পিকার সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে৷ উত্তরের পক্ষ থেকেও এসেছে শান্তির বার্তা৷

https://p.dw.com/p/2wuNT
ছবি: picture-alliance/Yonhap/South Korean Defense Ministry

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রাখতে ঘড়ির কাঁটা আধ ঘণ্টা এগিয়ে আনবে৷ ২০১৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসনের অংশ হওয়ার অভিযোগ তুলে ঘড়ির কাঁটা পিছিয়ে দিয়েছিল উত্তর কোরিয়া৷

শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জে ইনের মধ্যে বৈঠক শুরুর আগেই দক্ষিণ কোরিয়া লাউডস্পিকার বন্ধ করে দিয়েছিল৷ এসব লাউডস্পিকার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বসানো হয়েছিল৷ উত্তর কোরিয়ার নাগরিকসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেশটির প্রকৃত পরিস্থিতি জানাতে এসব লাউডস্পিকার ব্যবহার করা হতো৷ উত্তর কোরিয়াতেও এমন লাউডস্পিকার বসানো ছিল৷ দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তের পর উত্তর কোরিয়াও তাদের লাউডস্পিকার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

দক্ষিণ ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা এই দুটি ঘোষণাকে দুই নেতার বৈঠকের পর শুরু হতে যাওয়া সম্ভাব্য সুসম্পর্কের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা৷

শুক্রবার দুই নেতার বৈঠকে পরমাণুমক্ত কোরীয় উপত্যকা গড়ে তোলার সিদ্ধান্ত হয়৷ এছাড়া সেদিন দুই নেতার মধ্যকার ব্যক্তিগত আবেগ-উষ্ণতা ইতিবাচক এক আবহ সৃষ্টি করেছিল৷

ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান আলেক্সান্ডার ফ্রয়েন্ড মনে করছেন, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত শুক্রবারের বৈঠকের মাধ্যমে কিম জং উন ও মুন জে-ইন সফলতার মানদণ্ডে তাঁদের উত্তরসূরিদের চেয়ে এগিয়ে গেছেন৷ প্রেসিডেন্ট হওয়ার মাত্র এক বছরের মধ্যে মুন জে-ইন উত্তর কোরিয়া নিয়ে তাঁর নীতির মাধ্যমে আগের দুই প্রেসিডেন্টের চেয়ে বেশি সফলতা দেখিয়েছেন৷ আর কিম জং উন তাঁর বাবা ও দাদার চেয়ে উত্তর কোরিয়াকে প্রকৃত হুমকি হিসেবে তুলে ধরতে সমর্থ হয়েছেন৷

অবশ্য দীর্ঘমেয়াদে দুই নেতার বৈঠকের সাফল্য কতখানি অটুট থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলেক্সান্ডার ফ্রয়েন্ড৷ কারণ হিসেবে তিনি ২০০০ ও ২০০৭ সালের শীর্ষ সম্মেলন এবং তার পরবর্তী অবস্থা উল্লেখ করেন৷ ঐ দুই বৈঠকের পর তৈরি হওয়া আনন্দদায়ক পরিস্থিতি দ্রুতই মিলিয়ে গিয়েছিল বলেও জানান তিনি৷ এরপর উত্তর কোরিয়া আবার তাদের পরমাণু কর্মসূচি শুরু করে দিয়েছিল৷ ফলে আলোচনা ভেঙে গিয়েছিল৷

এদিকে, চীন জানিয়েছে, আগামী বুধ ও বৃহস্পতিবার কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

গতবছরের সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...