1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেলের চীন সফর

২৯ অক্টোবর ২০১৫

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের চীন সফরের বাণিজ্যিক দিকটি ইতিমধ্যেই সফল হয়েছে বলা চলে৷ রাজনৈতিকভাবেও সিরিয়া সংঘাতের সমাধানে চীনকে সক্রিয় করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে৷

https://p.dw.com/p/1GwT4
China Bundekanzlerin Merkel in Peking
ছবি: Reuters/M. Someya

এক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাজ্য সফর করে এলেন৷ তাঁকে রাখা হয়েছিল বাকিংহ্যাম প্যালেসে, যে কারণে ম্যার্কেলকে বেইজিংয়ে বলতে শোনা গেছে, ‘‘জার্মানিতে তো আর আমাদের কোনো রানি নেই৷'' স্বভাবতই উপস্থিত জনতা রসিকতাটি উপভোগ করেছেন৷

শি-র ব্রিটেন সফরে চীন এবং ব্রিটেনের বিভিন্ন কোম্পানির মধ্যে প্রায় ৫৬ বিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষরিত হয়৷ এবার ম্যার্কেলের চীন সফরে প্রায় সমপরিমাণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবার কথা শোনা যাচ্ছে৷ ম্যার্কেল ও চীনের প্রধানমন্ত্রী লি কোচিয়াংয়ের উপস্থিতিতে যে সব চুক্তি স্বাক্ষরিত হয়, তাদের মধ্যে ছিল মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা নোকিয়া ও চায়না মোবাইলের মধ্যে চুক্তি; এছাড়া ফল্কসভাগেন গাড়ি কোম্পানি ও চীনের আইসিবিসি ব্যাংকের মধ্যে একটি চুক্তি৷ ম্যার্কেল চীনের অর্থনীতিতে তাঁর পূর্ণ আস্থা ব্যক্ত করেন৷

আগামী সপ্তাহেই ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ চীন সফরে যাচ্ছেন, প্যারিস সম্মেলনে সম্ভাব্য একটি জলবায়ু চুক্তিতে চীনের সমর্থন পাওয়ার আশায়৷ কাজেই বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কোচিয়াংকে প্রশ্ন করা হয়, চীনের মন জয় করার জন্য ইইউ-তে একটি ‘বিউটি কনটেস্ট' চলেছে কিনা৷ ম্যার্কেল তখন লি-র পাশে দাঁড়িয়ে৷ উত্তরে লি বলেন, ‘‘ওটাকে প্রতিযোগিতা বলা উচিৎ নয়... আমরা সকলেই সহযোগিতার সম্ভাবনা খুঁজছি৷''

আসল উদ্বেগ সম্ভবত এই যে, জার্মানি ইউরোপীয় ইউনিয়নে চীনের মুখ্য অর্থনৈতিক সহযোগীর মর্যাদা খোয়াতে পারে৷ সে সম্পর্কে ম্যার্কেল সাংবাদিকদের বলেন, ‘‘চীনে জার্মানির অবস্থান খুব শক্ত এবং আমি আস্থাবান৷'' তার প্রমাণ হিসেবে বলা যেতে পারে, ২০১৪ সালে চীন-জার্মান বাণিজ্য একটা নতুন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে৷ ম্যার্কেল তাঁর চলতি সফরে এ যাবৎ মানবাধিকার নিয়ে কোনো কথা বলেননি৷ তবে গতবছর তিনি বেইজিংয়ে বলেছিলেন, ‘‘সফল অর্থনৈতিক বিকাশ এবং সুশীল সমাজ ও মানবাধিকারের বিকাশ পরস্পরের সঙ্গে যুক্ত৷''

ম্যার্কেল দৃশ্যত এবার জার্মানির সরকারি কর্মকর্তাদের একটি পুরাতন পন্থা অনুসরণ করে চলেছেন: দেশের সমস্যা নিয়ে বিদেশে কোনো মন্তব্য করা চলবে না৷ অথচ স্বদেশে তিনি তাঁর রাজনৈতিক জীবনে সম্ভবত এই প্রথম ঝড়ের সম্মুখীন৷ জার্মানিতে বিপুল সংখ্যক উদ্বাস্তুর আগমন নিয়ে ম্যার্কেলের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে৷ বিশেষ করে তাঁর সিডিইউ দলের জোড়োয়া সিএসইউ দল ও তাদের নেতা হর্স্ট জেহোফার ম্যার্কেলের উদ্বাস্তু নীতির বিরুদ্ধে সোচ্চার৷ এমনকি জেহোফার ম্যার্কেলকে চরমপত্র দিতেও দ্বিধা করেননি৷ জেহোফার চান, রবিবারের মধ্যে একটা সমাধান৷ সমাধান তো দূরের কথা, এমনকি ম্যার্কেলকে সমস্যার অঙ্গ হিসেবেই দেখতে শুরু করেছেন বিশ্লেষকরা৷

ম্যার্কেল দৃশ্যত চীন সফরেও সেই সমাধান নিয়ে কাজ করছেন৷ বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার পরিস্থিতির উন্নতির জন্য চীন রাশিয়ার সঙ্গে তার সুসম্পর্কের সুযোগ নিতে পারে এবং ম্যার্কেল সম্ভবত বেইজিংয়ে ঠিক সেই অনুরোধই জানিয়েছেন৷

এসি/এসিবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য