1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক টায়ারের গাড়ি

১৯ জুলাই ২০১৮

ভারতে এক শিশু একটি টায়ারের ভেতর ঢুকে চমৎকার কায়দায় ঘুরে বেড়াচ্ছে৷ এমন একটি ভিডিও রীতিমত ঝড় তুলেছে সামাজিক গণমাধ্যমে৷ ভিডিওটি টুইটারে দিয়েছেন কে জানেন?

https://p.dw.com/p/31jBw
প্রতীকী ছবি
ছবি: Reuters/UNI

যাঁরা টুইটার নিয়মিত ফলো করেন, তাঁদের নিশ্চয়ই ভারতের বিজনেস টাইকুন মহীন্দ্র গ্রুপের কর্ণধার আনন্দ মহীন্দ্রের হোয়াটস অ্যাপ ওয়ান্ডারবক্সের চমৎকার সব পোস্ট চোখে পড়েছে৷

সেখানে নতুন এক ভিডিও আপলোড করেছেন তিনি৷ তা হলো এক শিশু একটি পুরোনো টায়ারের ভেতরে ঢুকে এমন ভাবে ঘুরে ঘুরে নীচে নামছে এবং উঠছে যে তা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না৷ সবচেয়ে অবাক করার বিষয়টি হলো, শিশুটি চাকাটি নিয়ন্ত্রণের জন্য তার পা ব্যবহার করছে৷

আনন্দ মহীন্দ্র গত ১৪ জুলাই ভিডিওটি তাঁর টুইটারে প্রকাশ করেছেন৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘শিশুদের কাছ থেকে শেখার শেষ নেই এবং দেখুন কীভাবে তারা সামনে এগোনোর আনন্দকে উপভোগ করতে গিয়ে নতুন নতুন আবিষ্কার করছে৷''

ভিডিওটি পোস্ট করার পর গতকাল রোববার পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার বার দেখা হয়েছে৷ কমেন্ট পড়েছে কয়েকশত৷ রিটুইট হয়েছে কয়েক হাজার বার৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য