1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোট সরকারের অস্তিত্ব নিয়ে সংশয়

২০ সেপ্টেম্বর ২০১৮

জোট সরকারে লাগাতার সংকটের মুখে নাজেহাল অবস্থায় রয়েছেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল৷ এসপিডি দলের মধ্যেও অসন্তোষ বাড়ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের ফলে সরকারের অস্তিত্ব বার বার বিপন্ন হচ্ছে৷

https://p.dw.com/p/35DDb
হান্স গেয়র্গ মাসেনছবি: Getty Images/M. Tantussi

হান্স গেয়র্গ মাসেন – এই এক ব্যক্তিকে কেন্দ্র করে জার্মানির জোট সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে, এমনটা কিছুকাল আগেও কল্পনা করা যায়নি৷ অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তাঁর আচরণ খোদ চ্যান্সেলর ম্যার্কেলের কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল৷ তাঁকে সেই পদ থেকে সরিয়েও বিতর্ক বন্ধ হয়নি৷ কারণ, শাস্তির বদলে তাঁর পদোন্নতি হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি৷ প্রথমে এই ‘আপোশ’ মেনে নিলেও তীব্র প্রতিক্রিয়ার ফলে চরম অস্বস্তির মুখে পড়েছে সরকারের শরিক এসপিডি দল৷ এমনকি চ্যান্সেলর ম্যার্কেলও নিজের দল সিডিইউ-এ সমালোচনার মুখে পড়েছেন৷ শুধু অবিচল রয়েছেন সিএসইউ দলের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷ বাকিদের অগ্রাহ্য করে তিনি নিজের অবস্থানে অটল রয়েছেন৷

এই অবস্থায় জার্মানির জোট সরকারের অস্তিত্ব নিয়ে আবার সংশয় দেখা দিয়েছে৷ বিশেষ করে ৩ শীর্ষ নেতার মধ্যে পারস্পরিক আস্থা এমন তলানিতে ঠেকায় সরকার কীভাবে কাজ চালিয়ে যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

এসপিডি দলের প্রধান আন্দ্রেয়া নালেস নিজের শিবিরে চরম সমালোচনার মুখে স্বীকার করেছেন যে, মাসেনের পদোন্নতি মেনে নিতে তাঁর খুব কষ্ট হয়েছে৷ তিনি এই সিদ্ধান্তের জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন৷ সেহোফার তাঁর আচরণের মাধ্যমে কয়েক মাসের মধ্যে সরকারের স্থায়ীত্ব যেভাবে বিপন্ন করেছেন, তার নিন্দা করেন নালেস৷ তবে এক ব্যক্তির কারণে সরকারের স্থায়িত্ব বিপন্ন করে আগাম নির্বাচনের পথে যেতে প্রস্তুত নন তিনি৷ এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য নালেস পরোক্ষভাবে ম্যার্কেলেরও সমালোচনা করেন৷

মাসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত করে সেহোফার আরো একটি কারণে সমালোচনার মুখে পড়েছেন৷ পদ খালি করতে তিনি বর্তমান এক সচিবকে সরিয়ে দিয়েছেন৷ গ্যুন্টার আডলার নামের সেই ব্যক্তি এতকাল নির্মাণ সংক্রান্ত বিষয়গুলির দায়িত্বে ছিলেন এবং বিশেষজ্ঞ হিসেবে দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র ছিলেন৷ তিনি এসপিডি দলেরও সদস্য৷ ফলে এসপিডিতে বাড়তি ক্ষোভ দেখা দিয়েছে৷ নালেস জানিয়েছেন, আডলারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যার্কেল ও সেহোফার৷ তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বর্তমান ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করেছেন৷

এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেহোফারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে৷ আগামী মাসে বাভেরিয়ার নির্বাচনে সিএসইউ দলের ফলাফলের উপর রাজনীতিক হিসেবে তাঁর ভবিষ্যৎ নির্ভর করতে পারে৷ বর্তমান জনমত সমীক্ষা অনুযায়ী সিএসইউ দল অভূতপূর্ব খারাপ ফল করতে চলেছে৷ সে অবস্থায় দলের শীর্ষ নেতা হিসেবে তাঁর পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ সে অবস্থায় নেতৃত্বে রদবদল এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের সম্ভাবনা রয়েছে৷ ব্যক্তি হিসেবে সেহোফার বিদায় নিলে জোট সরকারে শান্তি ফিরবে, এমনটা আশা করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)