1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ চলছে

২১ আগস্ট ২০১৭

স্পেনে এক তুর্কি বংশোদ্ভূত জার্মান লেখককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে জার্মানি ও তুরস্কের মধ্যে নতুন করে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল তুরস্কের কড়া সমালোচনা করেছেন৷

https://p.dw.com/p/2iXUd
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান
ছবি: Reuters/U. Bektas

তুর্কি বংশোদ্ভূত জার্মান লেখক দোহান আকহানলে স্পেনের গ্রানাদা শহর বেড়াতে গিয়েছিলেন৷ শনিবার সকালে হোটেলের ঘরে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে গেল৷ তাঁর অপরাধ? জানা গেল তুরস্কের সরকার তাঁর নামে ইন্টারপোল ‘রেড অ্যালার্ট' নোটিস জারি করেছে৷ তাই স্পেনের পুলিশ তাঁকে আটক করেছে৷ নিয়ম অনুযায়ী তুরস্কের সরকারকে তাঁর বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পেশ করতে হবে৷ তবেই স্পেনের আদালত তাঁকে তুরস্কের হাতে প্রত্যর্পণ করতে পারবে৷

প্রায় একই সময়ে স্পেনে ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস চ্যান্সেলার সিগমার গাব্রিয়েল৷ তিনি এই জার্মান লেখকের সহায়তা করতে সে দেশে জার্মান কূটনীতিকদের জোরালো তৎপরতার নির্দেশ দেন৷ তাঁদের হস্তক্ষেপে আকহানলে আপাতত রেহাই পেয়েছেন৷ পুলিশের হেফাজত থেকে মুক্তি পেলেও আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তিনি স্পেন ছেড়ে যেতে পারবেন না৷

উল্লেখ্য, প্রায় এক মাস আগে জার্মান সরকার তুরস্কের প্রতি আর নরম মনোভাব না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিকদের জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনে ম্যার্কেল-কে ‘উচিত শিক্ষা' দেবার আহ্বান জানিয়েছেন৷ গাব্রিয়েল জার্মানির সার্বভৌমত্বে হস্তক্ষেপের সমালোচনা করায় এর্দোয়ান আবার গর্জে ওঠেন৷ চরম ঔদ্ধত্যপূর্ণ কণ্ঠে তিনি বলেন, ‘‘সে কতদিন ধরে রাজনীতি করছে? তার বয়সই বা কত? তার সীমা জানা উচিত৷''

দোহান আকহানলে-র ঘটনার সূত্র ধরে জার্মানি ও তুরস্কের মধ্যে আবার কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল চরম বিরক্তি প্রকাশ করে বলেছেন, তুরস্ক ইন্টারপোলের অপব্যবহার করতে পারে না৷

দোহান আকহানলে কেন তুরস্কের সরকারের এমন বিরাগভাজন হয়ে পড়েছেন? তিনি নিজে জানিয়েছেন, তিনি তুরস্কের সরকারের নীতি ও সে দেশের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কলম ধরে আসছেন বলেই তাঁকে আটক করে তুরস্কে নিয়ে গিয়ে নীরব করে দিতে বদ্ধপরিকর সে দেশের সরকার৷ বিশেষ করে ওসমানি সাম্রাজ্যে আর্মেনীয়দের গণহত্যা নিয়ে তাঁর খোলামেলা লেখা সরকারের মোটেই পছন্দ নয়৷ এক সাক্ষাৎকারে আকহানলে বলেন, ৬০ বছর বয়স ছুঁয়ে তিনি আর নীরব থাকতে চান না৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য