1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একজনের বর্জ্য যখন অন্যজনের সম্পদ

২০ মার্চ ২০১৯

আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক ডিভাইস যেন বেড়েই চলেছে৷ কিন্তু বাতিল হয়ে যাওয়া ইলেকট্রনিক বর্জ্যের পুনর্ব্যবহার একটা বড় চ্যালেঞ্জ৷ জার্মানির এক কোম্পানি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কাজে সফল ভূমিকা পালন করছে৷

https://p.dw.com/p/3FIYf
DW eco@africa - Nigeria recycling
ছবি: DW

ইলেকট্রনিক বর্জ্যের মধ্যে সম্পদ

একজনের জঞ্জাল অন্য আরেক জনের সম্পদ হয়ে উঠতে পারে৷   শাইডেআনস্টাল্ট কোম্পানির  প্রধান ডোমিনিক লখমান দামী ধাতুর ব্যবসা করেন৷ শিল্পপতি হিসেবে তিনি পুরানো সার্কিট বোর্ড কেনেন৷ ফেলে দেওয়া হাজার হাজার ইলেকট্রনিক যন্ত্রাংশের মধ্য থেকে তিনি তামা, রূপা ও সোনা সংগ্রহ করেন৷ ডোমিনিক বলেন, ‘‘ইলেকট্রনিক বর্জ্যের মধ্যে প্রসেসারই সবচেয়ে মূল্যবান বস্তু৷ একটি কনটেনারের মধ্যে ৬০,০০০ ইউরো মূল্যের দামী বস্তু থাকতে পারে৷''

জার্মানি ও প্রতিবেশী দেশগুলি থেকে এই জঞ্জাল আসে৷ ডোমিনিক লখমান তাঁর সরবরাহকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেন৷ মুনাফা নিশ্চিত করতে তাঁর বিশাল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্যের প্রয়োজন৷ ডোমিনিক লখমান বলেন, ‘‘প্রত্যেক ইলেকট্রনিক উপাদানের মধ্যে মাত্র কয়েক মিলিগ্রাম পরিমাণ দামি ধাতু থাকে৷ অর্থাৎ লাভজনক মাত্রার রূপা, সোনা বা প্যালেডিয়াম পেতে হলে কয়েক টন পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য রিসাইকেল করতে হয়৷''

নির্ধারিত প্রক্রিয়া

সি আর রিসাইক্লিং কোম্পানি তাঁর অন্যতম বাণিজ্যিক সহযোগী৷ তারা পরিবেশবান্ধব প্রক্রিয়ায় ইলেকট্রনিক পণ্য রিসাইক্লিং-এর কাজে বিশেষভাবে পারদর্শী৷ জার্মানিতে এক্ষেত্রে কড়া মানদণ্ড চালু আছে৷

প্রথম ধাপে জঞ্জালের মধ্য থেকে প্লাস্টিক, শিট মেটাল, কেবেল – সবকিছু আলাদা করতে হয়৷ প্রায় সবটাই এভাবে রিসাইকেল করা সম্ভব৷ তবে মোবাইল ফোন ও কম্পিউটারের মতো উচ্চ মানের ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেই সবচেয়ে বেশি দামী বস্তু পাওয়া যায়৷ ডোমিনিক লখমান বলেন, ‘‘এটা হলো সাধারণ কম্পিউটার মাদারবোর্ড৷ কাটা বা গলানোর সময় যাতে কিছু না ঘটে, তা নিশ্চিত করতে ব্যাটারি খুলে নিতে হয়৷ কিলোগ্রাম-প্রতি দেড় ইউরো পাওয়া যায়, তাই না?''

জবাবে সি আর  রিসাইক্লিং কোম্পানির ব্যার্ন্ড হাসেনমায়ার বলেন, ‘‘সেটা প্রায় ঠিক কথা৷ এই প্লাগ-ইন বোর্ডের মধ্যে সুন্দর সোনায় মোড়া যন্ত্রাংশ রয়েছে, কোনো ক্ষতিকারক পদার্থও নেই৷ এক্ষেত্রে কিলো-প্রতি ২ ইউরো ৮০ সেন্ট পাওয়া যেতে পারে৷''

সে কারণে কোম্পানির পক্ষে হাতে করেই কম্পিউটার খোলার কাজ লাভজনক৷ কেবেল, হাউসিং ও সার্কিট বোর্ড সাবধানে আলাদা করতে হয়৷

জটিল প্রক্রিয়া ও বিপদের ঝুঁকি

পুরানো টিউব-সহ টেলিভিশন ও মনিটর অনেক কম মূল্যবান, যদিও তার মধ্যে অনেক তামার তার রয়েছে৷ কিন্তু সেগুলির মধ্যে সিসা ও ক্যাডমিয়ামের মতো অনেক টক্সিক বা বিষাক্ত উপাদান রয়েছে৷ পানীয় জলের নিরাপত্তার খাতিরে জার্মানিতে নির্ধারিত প্রক্রিয়ায় এগুলি ফেলে দিতে হয়৷

হার্ড ড্রাইভের জন্য ছোট আকারের শ্রেডার যন্ত্র ব্যবহার করা হয়৷ গ্রাহকরা হার্ড ডিস্কের তথ্য নিশ্চিহ্ন করে দিতে চান৷

বিশেষ প্লান্টে উপাদানগুলি প্রক্রিয়াজাত করা হয়৷ তারপর কপার স্মেলটার যন্ত্রে ধাতুর টুকরো আলাদা করা হয় এবং গলানো হয়৷ ব্যার্ন্ড হাসেনমায়ার বলেন, ‘‘গোটা বিশ্বেই এই বাজার রয়েছে৷ তাই বিশ্বের যে কোনো প্রান্তেই যন্ত্র খোলা ও প্রক্রিয়াজাতকরণরের কাজ সম্ভব৷''

ডোমিনিক লখমান বর্জ্য পণ্য ভালোভাবে পরীক্ষা করেন৷ তিনি সরবরাহকারীদের বর্জ্যের ওজন ও কাচামালের চালু বাজারদর অনুযায়ী অর্থ দেন৷ কোম্পানির ওয়েবসাইটে তারা মান ও মূল্যের রদবদল দেখে নিতে পারেন৷

সরবরাহে কোনো ঘাটতির লক্ষণ দেখা যাচ্ছে না৷ প্রতি বছর চার কোটি টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য সৃষ্টি হয়৷ তার রিসাইক্লিং-এর মাধ্যমে শুধু অর্থের সাশ্রয় হয় না, পরিবেশ ও মূল্যবান প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের লক্ষ্যেও এই উদ্যোগ সাহায্য করে৷

সনিয়া শক/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান