1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবছরের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন যারা

১৮ নভেম্বর ২০২১

প্রতি বছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সাহসী সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগে অবদানের জন্য ‘প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' দিয়ে থাকে৷ ২০২১ সালেও দেওয়া হলো এই পুরষ্কার৷

https://p.dw.com/p/439Yh
ফিলিস্তিনের সাংবাদিক মাজদোলিন হাসোনা ও চীনের সাংবাদিক ঝাং ঝান শাংহাই

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে দেখা দেয় এক অজানা রোগ, যা আক্রমণ করছিল শ্বাসপ্রশ্বাসের ক্ষমতাকে৷ সেই সময় কেউ ধারণাও করতে পারেননি হয়তো যে সেই রোগ এক বিশ্বব্যাপী অতিমারির আকার ধারণ করবে৷

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সাংবাদিক ঝাং ঝান শাংহাই থেকে উহানে পৌঁছান এই নতুন রোগ বিষয়ে মাঠপর্যায়ে প্রতিবেদনের উদ্দেশ্যে৷ নিজের কাজের ক্ষেত্রে অসীম সাহস দেখানোর ফলে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সংস্থা ২০২১ সালের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডের জন্য বেছে নিয়েছে তাকে৷

ঝাং ঝানের কাজ, যা মূলত সোশাল মিডিয়া থেকেই জনপ্রিয় হয়, তুলে ধরে করোনা অতিমারির প্রভাবে হাসপাতালে, শ্মশানে বাড়তে থাকা ভিড়ের চিত্র৷ তিনি বলেন শহরের বাসিন্দাদের উদ্বেগের কথা৷ ফলে, চীনা কর্তৃপক্ষের রোষের মুখেও পড়তে হয় ঝানকে৷

২০২০ সালের ১৪ মে পর্যন্ত একটানা নির্ভীক প্রতিবেদন চালিয়ে চান তিনি৷ কিন্তু ১৪ মে আচমকা নিখোঁজ হয়ে পড়েন ঝাং ঝান৷ একদিন পর জানা যায় যে তাকে গ্রেফতার করে শাংহাইতে নিয়ে আসা হয়েছে কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই৷

‘অকারণে বিবাদ ও অশান্তি সৃষ্টির’ দায়ে ২০২০ সালের ডিসেম্বরে ঝাং ঝানকে চার বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়৷ প্রতিবাদে, এই ৩৮ বছর বয়েসি সাংবাদিক অনশনে বসেন, যা আজও চলছে৷ তার ওজন কমে এখন মাত্র ৪০ কিলোগ্রাম৷ কারাবাসে তাকে পেটের ভেতর নল ঢুকিয়ে জোর করে খাওয়ানো হয়৷ এই নল যাতে তিনি না বের করতে পারেন, সে জন্য তার হাত-পা বেঁধে রাখা হয় সব সময়৷

এই পুরস্কার দেবার মাধ্যমে ঝাং ঝানের কাজের দিকে আলোকপাত করতে চায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

তথ্য উদ্ধার করে পুরস্কার

কীভাবে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাগরিক ও সাংবাদিকদের ওপর নজরদারি চালায়, তা জানতে অনুসন্ধান চালায় ‘পেগাসাস প্রোজেক্ট’ গোষ্ঠী৷ এগারোটি রাষ্ট্রের মোট ৮০ সাংবাদিকের এই দল তার নাম রেখেছে নজরদারি সফটওয়ার ‘পেগাসাস’-এর আদলে৷

উল্লেখ্য, এই গোষ্ঠীর তৎপরতার ফলেই প্রকাশ্যে আসে পেগাসাস সফটওয়ারের বিশ্বব্যাপী ব্যবহারের নানা তথ্য৷

সরকার প্রযুক্তির সাহায্যে আড়ি পাতলে তা গোটা বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বারবার জনতার সামনে তুলে ধরেছে ‘পেগাসাস প্রোজেক্ট'৷ ‘ইমপ্যাক্ট' বিভাগে তাই এবছরের প্রেস ফ্রিডস অ্যাওয়ার্ড পেলেন এই গোষ্ঠী৷

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের জার্মান বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিয়ান মির বলেন, ‘‘সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এইসব প্রযুক্তি৷ এবং এই প্রযুক্তি মানুষের জীবনের প্রতি হুমকিও বয়ে আনতে পারে৷’’

ইসরায়েল ও ফিলিস্তিনের সমালোচনা করেন যিনি

ফিলিস্তিনের সাংবাদিক মাজদোলিন হাসোনার সাংবাদিকতার ধরন ইসরায়েল ও ফিলিস্তিন, দুই পক্ষেই সমালোচিত হয়ে থাকে৷

ডয়চে ভেলেকে হাসোনা বলেন, ‘‘ইসরায়েল যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে, আমি তার সমালোচনা করি৷ সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়ের যেসব অবিচার করছে, আমি তার সমালোচনা করি৷ অন্যদিকে, আমি ফিলিস্তিনের কর্তৃপক্ষের ভেতরে থাকা দুর্নীতিরও সমালোচনা করি৷ যেভাবে তারা মতপ্রকাশের স্বাধীনতাকে রোধ করে, তার সমালোচনা করি৷ এবং এসব করি বলেই দুই পক্ষই আমার ক্ষতি করতে চেষ্টা করে৷’’

২০১৫ সালে তুর্কি সংবাদসংস্থা টিআরটির সাথে যুক্ত হয়ে ইস্তাম্বুলে পাড়ি দেন হাসোনা৷ তার আগে বিভিন্ন ফিলিস্তিনি সংবাদমাধ্যমে কাজ করা ছাড়াও ১১ মাস তিনি ডুজ নিউজে কাজ করেন৷ ডুজ নিউজ ডয়চে ভেলে একাডেমি, জার্মান সোসাইটি ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন ও নাবলুস বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ প্রকল্প৷

২০১৯ সালে নিজের দেশে গেলে তাকে ‘নিরাপত্তাজনিত' কারণে আটক করে ইসরায়েলি কর্তৃপক্ষ৷ এরপর থেকে পশ্চিম তিরে আটকে থাকলেও তিনি চালিয়ে যাচ্ছেন নিজের সাংবাদিকতার কাজ৷

২০২১ সালের জুনমাসে ফিলিস্তিনি সরকারের সমালোচক নিজার বানাতের মৃত্যু হয়৷ তার পরিবারের মতে, কারাবাসে মারধর করার ফলে প্রাণ হারান তিনি৷ এই বিষয়ে প্রতিবেদন করলে হাসোনাকেও মারধর করা হয়৷

‘স্বাধীনতা' বিভাগে এবছরের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন মাজদোলিন হাসোনা৷

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এই ফ্রিডম অ্যাওয়ার্ডের গুরুত্ব আমার কাছে অনেক৷ এই পুরস্কার যে কোনো সাংবাদিককে দেওয়া হয় না৷ এটা দেওয়া হয় সেই সব সাংবাদিকদের, যারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের শিকার৷ যারা অন্য সবার মতো স্বাধীনভাবে কাজ করার, বাঁচার দাবি করেন৷’’

টমাস লাটশান/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান