1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ান ডে ম্যাচ গড়াপেটা: চার পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত

২১ সেপ্টেম্বর ২০১০

পাঁচ ম্যাচের ওয়ান ডে ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় শুক্রবার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নিয়ে চলছে বেশ আলোচনা৷

https://p.dw.com/p/PI2a
ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাটছবি: AP

এরই মধ্যে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী ইজাজ জাকরানি বলেছেন, নতুন করে এই অভিযোগে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা৷

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ওভালের ম্যাচটি নিয়ে এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে৷ একটি ব্রিটিশ ম্যাগাজিনের মাধ্যমে ম্যাচ গড়াপেটার অভিযোগের বিষয়ে প্রথম খবর পায় আইসিসি৷ এরপর শুরু হয় তদন্ত৷ খবরে প্রকাশ, ‘স্কোরিং প্যাটার্ন' এর অভিযোগের সঙ্গে জড়িত দুবাই এর এক জুয়াড়ি৷ দুই দলের এক বা একাধিক খেলোয়াড় এ ক্ষেত্রে তাকে সহায়তা করেছে৷

এদিকে, ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি'কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট বলেছেন, ওভালে গত শুক্রবারের একদিনের ম্যাচে ইংল্যান্ডের কিছু খেলোয়াড় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ম্যাচ ছেড়ে থাকতে পারে৷ বিশেষ করে ইংল্যান্ডের কিছু খেলোয়াড়ের ম্যাচ পাতানোর বিষয়টি জুয়াড়িমহলে বেশ আলোচিত হচ্ছে বলে অভিযোগ তোলেন বাট৷ বাটের এমন মন্তব্যে বেশ ক্ষুব্ধ ইংল্যান্ড, এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বাটের মন্তব্যকে অবমাননাকর এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছে৷

তবে আজই পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী জানালেন, ম্যাচ গড়া পেটার সঙ্গে সন্দেহে প্রাথমিক এক প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের স্বার্থে চারজন পাকিস্তানি খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি জানিয়েছেন, আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি৷ ঐ রিপোর্টে যদি আমাদের কোন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে সে বা তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা৷ জাকরানি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন৷

তবে জানা যায়নি ইংল্যান্ডের খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে কি না৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী