1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলার চেষ্টা করবো - সালমা

১৯ নভেম্বর ২০১১

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ খুশি বাংলাদেশের মহিলা ক্রিকেট দল৷ প্রস্তুতি নিচ্ছে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলার৷ সামনের কয়েকটি ম্যাচে ভালো করতে পারলে সুপার ফোরে পৌঁছে যাওয়ার প্রত্যাশা৷

https://p.dw.com/p/13DZT
ক্রিকেট ছড়িয়ে পড়ছে গ্রাম্য কিশোরীদের মাঝেওছবি: AP

শুক্রবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের আত্মবিশ্বাস ও সাহসে যোগ হয়েছে নতুন মাত্রা৷ শনিবার তারা প্রস্তুতি নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলার৷ অনুশীলন চলাকালে মাঠ থেকেই কথা হলো বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুনের সাথে৷ টেলিফোন সাক্ষাৎকারে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ক্রিকেট বোর্ড এবং দেশবাসীর সহযোগিতা ও উৎসাহ আমাদের সাথে রয়েছে৷ আমরা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে যাচ্ছি৷ শুক্রবার যেহেতু আমরা আয়ারল্যান্ডকে হারিয়েছি৷ ফলে আমাদের প্রতি মানুষের ভালোবাসা ও উৎসাহ প্রচুর৷ আসলে এই জয়ে আমরা খুবই খুশি৷''

Flash-Galerie Cricket World Cup 2011
এক প্রমীলা দর্শকছবি: DW

আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নয় বরং ভালো খেলার জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল৷ সালমার কথায়, ‘‘আসলে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে আরো ভালো দল৷ তবে আমাদের যে ব্যাটিং ও বোলিং আছে তা আমরা অবশ্যই কাজে লাগানো চেষ্টা করবো৷ আমরা ভালো খেলার চেষ্টা করবো৷ তবে জিতবো কিনা সেটা বলা ঠিক হবে না৷''

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ওয়ানডে মর্যাদা পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘‘এখনও তো আমাদের সামনে বেশ কয়েকটি খেলা আছে৷ রবিবারের খেলার উপরে নির্ভর করছে অনেক কিছু৷ তারপর দ্বিতীয় রাউন্ডে ২২ নভেম্বর আমাদের হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে হয়তো একটা ভালো ফল আসবে৷ আর শ্রীলঙ্কাকে হারাতে পারলে তো আমরা হয়তো সুপার ফোরেই পৌঁছে যাবো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম