1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমস: রবিবার বর্ণাঢ্য উদ্বোধন

২ অক্টোবর ২০১০

নতুনদিল্লির গেমস হবে ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে সমস্যা-বিজড়িত কমনওয়েলথ গেমস৷ তবে সে সব ভুলে শীঘ্রই হিসেবনিকেশ শুরু হবে পদক জেতার - অথবা না জেতার৷

https://p.dw.com/p/PSsG

দিল্লি সরকার ১৯৫৪ সালের একটি আইনের বলে তেসরা এবং ১৪ই অক্টোবর, অর্থাৎ গেমসের সূচনা এবং সমাপ্তির দিনে দোকানপাট বাজারঘাট বন্ধ রাখার ব্যবস্থা করেছেন৷ সন্ত্রাসী আক্রমণের আশঙ্কায় ৮০,০০০ পুলিশ এবং ১৭,০০০ আধা-সামরিক সৈন্য নিয়োগ করা হচ্ছে৷ ওদিকে এই মহোৎসবের খরচা সূচনার ১০০ মিলিয়ন ডলার থেকে ইতিমধ্যেই ছয় বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে৷ বিদেশ থেকে এক লক্ষ অতিথি দর্শক আশার দুরাশা পরিত্যাগ করা হয়েছে৷ এবং গেমস ভিলেজের গেটের কাছে আবার একটা কেউটে সাপ খুঁজে পাওয়া গেছে৷

তবুও রবিবার একটি বলিউড কায়দার নাচে-গানে ভরা শো আশা করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকরা৷ অলিম্পিক মশালের কমনওয়েলথ সংস্করণ কুইন্স ব্যাটনও ঝলমলে রোদ্দুরে দিল্লি প্রদক্ষিণ করে স্টেডিয়ামে যাবে৷ রবিবারের উদ্বোধনে থাকবেন ব্রিটেনের প্রিন্স চার্লস এবং ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল৷

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের পরামর্শ মেনে আমরা এবার খোদ এ্যাথলীটদের দিকে নজর ফেরাতে পারি৷ যেমন ধরুন অস্ট্রেলিয়ার লাইজেল জোন্স কি এবার সাঁতারে ব্রেস্টস্ট্রোকে ত্রিমুকুট পাবেন? তীরন্দাজিতে ব্রিটেনের প্যারালিম্পিক জেতা দানিয়েল ব্রাউন কি এবার কমনওয়েলথ'এও সুবর্ণ সুযোগটার সদ্ব্যবহার করতে পারবেন? কেননা ১৯৮২ পর এই প্রথম আবার তীরন্দাজি ফিরছে কমনওয়েলথ গেমসে৷ ভারতের হায়দ্রাবাদ শহর থেকে আগত ২০ বছর বয়সী সাইনা নেহওয়াল কি মহিলাদের ব্যাডমিন্টনে সোনা জিততে পারবেন?

টেনিসের এবার কিছুটা দৈন্যদশা, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা তার ফলেই টপ ব়্যাংকিং পেয়েছেন, অন্যেরা পেয়েছেন ব়্যাংকিং এবং খেলার সুযোগ: যেমন স্কটল্যান্ডের এ্যান্ডি মারে'র পরিবর্তে তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা জেমি মারে৷ নতুন দিল্লিতে পুরুষদের শীর্ষ বাছাই হলেন ভারতের সোমদেব দেববর্মন, বিশ্ব তালিকায় যাঁর স্থান শততম৷ মহিলাদের টপ সীড এবার অস্ট্রেলিয়ার - রুশ বংশোদ্ভূত - আনাস্তাসিয়া রডিওনোভা৷ ফাইনালে তাঁর হয়তো মোলাকাত হবে ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার সঙ্গে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক