1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে: গুতেরেস

৮ মে ২০২০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, করোনার কারণে ‘‘ঘৃণা ও বিদেশিদের ভয় পাওয়া, কাউকে বলির পাঁঠা বানানো এবং আতঙ্ক ও গুজব ছড়ানোর সুনামি'' বয়ে চলছে।

https://p.dw.com/p/3bw35
UN-Generalsekretär António Guterres
ছবি: picture-alliance/Kyodo

বিশ্বব্য়াপী ‘হেটস্পিচ' বন্ধ করতে সর্বাত্মক চেষ্টারও আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে গুতেরেস বলেন,‘‘অনলাইনে ও রাস্তায় বিদেশিবিরোধী দৃষ্টিভঙ্গি বেড়েছে, ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, এবং কোভিড-১৯ সম্পর্কিত মুসলিমবিরোধী হামলার ঘটনা ঘটেছে।''

জাতিসংঘের মহাসচিব বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘‘ভাইরাসের সূত্র হিসেবে অপবাদ দেয়া হয়েছে'' এবং তারপর তাদের চিকিৎসা দেয়া হয়নি।

‘‘সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাদের মেরে ফেলা যেতে পারে এমন নিন্দনীয় মিমও দেখা গেছে,'' বলে জানান তিনি।

‘‘আর সাংবাদিক, হুইসেলব্লোয়ার, স্ৱাস্থ্য়কর্মী, ত্রাণ ও মানবাধিকার কর্মীরা তাদের কাজ করছেন বলে তাদেরও টার্গেট বানানো হচ্ছে,‘‘ বলেন জাতিসংঘের মহাসচিব।

তিনি সব মানুষের প্রতি সংহতি দেখাতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান।

এছাড়া বর্ণবাদী, নারীবিদ্বেষসহ অন্য়ান্য় ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে গণমাধ্য়ম, বিশেষ করে সামাজিক মাধ্য়মের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

আরো বেশিসংখ্য়ক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সুশীল সমাজের সদস্য়দেরও অনুরোধ করেন তিনি। আর ‘‘পরস্পরের প্রতি শ্রদ্ধার মডেল‘‘ হতে ধর্মীয় নেতাদের প্রতি আহ্ৱান জানান গুতেরেস।

‘‘আমি আপনাদের যে যেখানে আছেন সবাইকে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে, একজন আরেকজনকে সম্মান দেখাতে এবং দয়া ছড়ানোর সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি,'' বলেন জাতিসংঘের মহাসচিব।

তিনি বলেন, কোভিড-১৯ ‘‘আমরা কে, কোথায় থাকি, কী বিশ্ৱাস করি কিংবা অন্য় কোনো বৈশিষ্ট্য়ের‘‘ পরোয়া করে না।

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য