1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্ত দুই হাজার পেরোল

১৮ এপ্রিল ২০২০

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৩০৬ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন৷ মারা গেছেন নয়জন৷ সব মিলিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার পেরোল৷

https://p.dw.com/p/3b6Of
ছবি: AFP/M. Cattani

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে দুই হাজার ১৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে৷ মৃত্যু হয়েছে ৮৪ জনের৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আটজন৷ সব মিলিয়ে ৬৬ জন কোভিড ১৯ সংক্রমণ থেকে মুক্তি লাভ করেছেন৷ আক্রান্তদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ১১ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে৷

ব্রিফিংয়ে মীরাজাদী সেব্রিনা বলেন, জেলাভিত্তিক সবচেয়ে বেশি সংক্রমিত রোগীর সংখ্যা ঢাকা জেলাতে, যার হার ৩২ ভাগ৷ এছাড়া গাজীপুরে নতুন করে সংক্রমণের হার বাড়ছে৷ সেখানে প্রথমদিকে সংক্রমিতরা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন৷ গাজীপুরের পরই সংক্রমণের সংখ্যা বাড়ছে নরসিংদীতে৷ এরপরই রয়েছে কিশোরগঞ্জ৷ 

উল্লেখ্য, আইইডিসিআর এর ওয়েবসাইটে ১৭ এপ্রিল সকাল আটটা পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭৪০ জন৷ এরপরই ছিল নারায়নগঞ্জে, ২৮৯ জন৷ অন্যদিকে গাজীপুরে ১১৭ জন ও নরসিংদীতে ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন৷  

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য