1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় যুক্তরাষ্ট্রে সাইকেল বিক্রির হিড়িক

২০ এপ্রিল ২০২০

বাস বা সাবওয়ে থেকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের অনেকেই এখন বাহন হিসেবে সাইকেলের দিকে ঝুঁকছেন৷

https://p.dw.com/p/3b9yX
ছবি: picture-alliance/dpa/F. Gentsch

নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার ৫১ বছর বয়সি শিল্পী জন ডনোহু মনে করেন, এখন গণপরিবহন নিরাপদ নয়, তাই একটি সাইকেল কিনেছেন তিনি৷  

ইউএস সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত শতকরা ০.৬ভাগ শ্রমিক সাইকেল চালিয়ে কাজে যেতেন৷ শহরাঞ্চলে এই হার ছিল আরো বেশি ৷

বেসরকারি গবেষণা সংস্থা স্ট্যাটিসটা-র সাম্প্রতিক এক জরিপে প্রকাশ, যুক্তরাষ্ট্রের শতকরা পাঁচ ভাগ মানুষ কর্মস্থলে যান নিজের সাইকেলে আর বাইক শেয়ারিংয়ের সাহায্য নেন মাত্র ১ ভাগ মানুষ৷ তাছাড়া বিকল্প বাহন হিসেবে বড় শহরগুলোতে সাইকেলের ব্যবহার দিনদিন বাড়ছে ৷

মার্কিন সরকার সাইকেলকে অপরিহার্য বাহন মনে করছেন৷ এখন সবরকম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও অনেক সাইকেলের দোকানই খোলা৷

ন্যাশনাল সাইকেল ডিলার্স অ্যাসোসিয়েশনের হিসেব মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে তিন-চতুর্থাংশ সাইকেল বিক্রি হয় বড় দোকানগুলোর মাধ্যমে ৷ সাইকেলের বড় চেইন শপগুলো এখন বন্ধ থাকলেও ওয়ালমার্টের মতো ডিপার্টমেন্ট স্টোরে এখন সবচেয়ে বেশি সাইকেল বিক্রি হচ্ছে৷

নিউইর্য়কের ব্রুকলিন এলাকার এক সাইকেল দোকানের মালিক জো নোসলা জানান, তার দোকানে আগে যেসব সাইকেলের মূল্য ছিল ১৫০০ থেকে ২০০০ ডলার, এখন গড় মূল্য কমে পাঁচশ থেকে আটশ ডলারে ঠেকেছে৷ কারণ, সাইকেল বিক্রি বেড়ে গেলেও অনেক খুচরা বিক্রেতারা সমস্যার সম্মুখীন৷

শুধু করোনা সংকটের জন্য নয়, দীর্ঘমেয়াদে সাইকেল চালানোর পরিকল্পনা করেই অ্যামেরিকানদের কেউ কেউ এখন সাইকেল কিনছেন৷ যেমন, বাল্টিমোরে ঘরবন্দি থাকায় কেইটলিন লী নিরাপদে যাতায়াত করার জন্য ৫৫০ ডলারে একটি সাইকেল কিনেছেন৷  তিনি সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিভাগে পড়াশোনা শেষ করে চাকরির জন্য আবেদন করেছেন ৷ তিনি জানান, সম্ভব হলে পরেও তিনি সাইকেলেই যাতায়াত করবেন৷

তিনি আরো বলেন, ‘‘আমার মনে হয়, করোনা ভাইরাস কখনোই পুরোপুরি বিলুপ্ত হবে না, তাইঅন্যান্য ভাইরাসের মতো কোভিড ১৯ -এর সাথেও আমাদের জীবনযাপন করা শিখতে হবে৷''

এনএস/এসিবি (রয়টার্স) 

১৩ এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য