1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার সিবতেইনাবাদ ইমামবাড়া

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৯ সেপ্টেম্বর ২০২২

কলকাতার মেটিয়াবুরুজে অবস্থিত সিবতেইনাবাদ ইমামবাড়ায় শেষ শয্যায় শায়িত আছেন অওধের বাদশাহ ওয়াজিদ আলি শাহ, তার ছেলে বিরজিস কাদর এবং পরিবারের আরও অনেকে৷

https://p.dw.com/p/4H2vx

১৮৫৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজিদ আলি শাহকে গদিচ্যুত করে৷ ন্যায়বিচারের দাবিতে তিনি ইংল্যান্ড যাবেন বলে মনস্থ করেছিলেন৷ কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে তাকে কলকাতার কাছাকাছি এসেই থামতে হয়৷ এর কিছুদিন পর সিপাহী বিদ্রোহ শুরু হলে, ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ২৬ মাসের জন্য কলকাতার ফোর্ট উইলিয়ামে বন্দি রাখে৷ মুক্তির পর থেকে ১৮৮৭ সালে তার মৃত্যু অব্দি ওয়াজিদ আলি শাহ কলকাতার উপান্তে মেটিয়াবুরুজেই থাকতেন৷ তার প্রিয় শহর লক্ষ্ণৌর স্মৃতিতে তৈরি সিবতেইনাবাদ ইমামবাড়া এখনও বাদশাহর মেটিয়াবুরুজে কাটানো দিনগুলির সাক্ষ্য বহন করে৷ লক্ষ্ণৌর ইমামবাড়ার আদলে তৈরি হয়েছিল সিবতেইনাবাদ ইমামবাড়া৷