1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় আর্জেন্টিনার কোচ, মেসি আসছেন বুধবার

২৯ আগস্ট ২০১১

আর্জেন্টিনা-ভেনেজুয়েলার প্রীতি ফুটবল ম্যাচ উত্তাপ ছড়াতে শুরু করেছে কলকাতায়৷ ইতিমধ্যে শহরে হাজির আর্জেন্টিনার নতুন কোচ আলেখান্দ্রো সাবেলিয়া৷ সঙ্গে আছেন সে দলের গোলরক্ষক এস্তাবান আন্দ্রেদা৷

https://p.dw.com/p/12PJL
লিওনেল মেসিকে দেখা যাবে কলকাতায়ছবি: dapd

ফুটবল রাজপুত্র লিওনেল মেসি এখনো পা রাখেননি কলকাতায়৷ আজ সোমবার, লা লিগায় মেসির ক্লাব বার্সেলোনা মুখোমুখি হবে ভেলা রেয়াল-এর৷ সেই খেলায় হাজির থাকছেন মেসি৷ তাই, তিনি সম্ভবত কলকাতায় পৌঁছাবেন মঙ্গলবার অথবা বুধবার৷ বার্সার আরেক আর্জেন্টাইন তারকা খাভিয়ার মাস্কেরানোও কলকাতা যাত্রা করবেন মেসির সঙ্গে৷

এদিকে, সোমবার সকালে ৩৯ ঘণ্টার সফর শেষে কলকাতা পৌঁছান আর্জেন্টিনা দলের ১৭ সদস্য৷ আগতদের তালিকায় কোচ আর গোলরক্ষক বাদে বাকিরা সবাই কর্মকর্তা৷ খেলোয়াড়রা আসছেন বিভিন্ন ধাপে৷ ভারতীয় গণমাধ্যমের দাবি, মোট সাত দফায় কলকাতায় আসছেন আর্জেন্টিনা দলের সদস্যরা৷

Fußball Lionel Messi Argentinier Flash-Galerie
সল্টলেক স্টেডিয়ামে ২ সেপ্টেম্বর ভেনেজুয়ালার বিরুদ্ধে খেলবেন মেসিওছবি: picture alliance/dpa

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ভেনেজুয়ালা৷ খেলার ভেন্যু মোটামুটি তৈরি৷ স্টেডিয়ামের গ্যারেজ থেকে শুরু করে ব়্যাম্প, ড্রেসিং রুম - সবই নতুন করে সাজাচ্ছেন আয়োজকরা৷ মোট ১৫টি ক্যামেরাও বসানো হয়েছে মাঠের চারপাশে৷ ফুটবলের জন্য এতো ক্যামেরা আগে কখনো বসেনি এই মাঠে৷ এছাড়া খেলোয়াড়দের ইনডোর প্রাকটিসের জন্য হোটেল হায়াত রিজেন্সের বলরুমও প্রস্তুত রাখা হয়েছে৷

লিওনেল মেসি নাকি সল্টলেক-এ খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন৷ সে দলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য৷ সল্টলেক এর ধারণক্ষমতা এক লাখ বিশ হাজার দর্শক৷ এই বিশাল দর্শকের মাঠে খেলাটা উত্তেজনার বৈকি৷ তাছাড়া ভারতের নানা রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন মাঠে৷ আমন্ত্রণ করা হয়েছে কলকাতার ‘দাদা' সৌরভ গাঙ্গুলিকেও৷

উল্লেখ্য, কলকাতা থেকে আর্জেন্টিনা দলের গন্তব্য ঢাকা৷ আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় নাইজেরিয়া দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে মেসির দল৷ এই দক্ষিণ এশিয়া সফরে মেসি আবার জাতীয় দলের অধিনায়ক৷ তাই, তার উপর সবার আগ্রহটা যেন একটু বেশিই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য