1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্ট ক্যাম্প

২৪ মার্চ ২০১২

কলকাতায় চলছে বাংলাদেশ-ভারত আর্ট ক্যাম্প৷ উপলক্ষ্য - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী৷ হুগলি নদীর তীরে লেকল্যান্ড কানট্রি ক্লাব চত্বরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনের এই ক্যাম্প৷

https://p.dw.com/p/14R1E
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ঈশা মহম্মদ, ধীরাজ চৌধুরী এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম যৌথভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন৷ কাইয়ুম চৌধুরী ছাড়াও বাংলাদেশ থেকে আরও চারজন শিল্পী অংশ নিচ্ছেন ক্যাম্পে৷ তারা হচ্ছেন রফিকুন নবী, তাহেরা খানম, মাহমুদুল হক ও ফরিদা জামান৷

ক্যালকাটা পেইন্টার্সের উদ্যোগে ফরচুন পার্ক পঞ্চবটির সহযোগিতায় ‘সকল রসের ধারা' নামের এই আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে৷ সেখানে বাংলাদেশের চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷

আর্ট ক্যাম্প উপলক্ষে এক চিত্রপ্রদর্শনীরও আয়োজন করা হয়েছে৷ এতে বাংলাদেশের ১৫ জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে৷ সবগুলো ছবিই কবিগুরুকে নিয়ে আঁকা বলে জানিয়েছে ‘প্রথম আলো'৷

এদিকে কবিগুরুর ‘সিন্ধুপারে' কবিতাকে উপজীব্য করে বিভিন্ন দেশের নামী শিল্পীদের তৈরি একটি অডিও ভিজ্যুয়ালের প্রদর্শনীর উদ্বোধন হয়েছে কলকাতায় গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য