1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারকে হারিয়েছে বাংলাদেশ

১৯ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে নকাআউট পর্বে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল৷  

https://p.dw.com/p/33OU2
Fussball Europameisterschaft der Frauen 2017 Deutschland vs Dänemark
ছবি: imago/foto2press/O. Zimmermann

অধিনায়ক জামাল ভূইয়াঁর একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ৷ গোলটি তিনি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে৷ এতে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ৷ 

জাকার্তার পাকানসারি স্টেডিয়ামে রোববার কাতারের বিপক্ষে গ্রুপ বি-তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল৷ 

আগের দুই ম্যাচের একটিতে ড্র ও একটিতে পরাজয় ছিল৷ রোববারের জয়ে ৩ ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠল বাংলাদেশ৷

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল৷

জেডএ/এআই