1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাদা বেচে ধনী হবে গ্রিনল্যান্ড?

১৯ মার্চ ২০১৮

বিশ্বের বিভিন্ন প্রান্তে পুষ্টির অভাবে মাটির উর্বরতা কমে চলেছে৷ অথচ জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডে বরফ গলে যে কাদা সৃষ্টি হচ্ছে, তা কাজে লাগালে এই সমস্যার সমাধান করা সম্ভব৷ এক ভূবিজ্ঞানী সেই স্বপ্নই দেখছেন৷

https://p.dw.com/p/2uZJE
ছবি: imago/Siering

গ্রিনল্যান্ডের দক্ষিণে গেলে বোঝা যায়, ভাইকিংরা কেন একসময়ে এটিকে সবুজ দ্বীপ বলতো৷ চারিদিকে টিলা, মাঠ, হ্রদ ও নদী৷ উত্তরে গেলে তবেই অনন্ত বরফের রাশি দেখা যায়৷ মিনিক রোসিং-এর কাছে এই নিসর্গই হলো স্বভূমি৷ তাঁর জন্ম গ্রিনল্যান্ডে৷ তাঁর পূর্বপুরুষরা সেখানেই শিকার করতেন৷ ডেনমার্কের এই ভূবিজ্ঞানী তাই প্রায়ই সেখানে চলে যান৷ তাঁর মতে, গ্রিনল্যান্ড এক খোলা বইয়ের মতো, যা শুধু পড়ার অপেক্ষায় রয়েছে৷ মিনিক রোসিং বলেন, ‘‘প্রকৃতির বুকে প্রত্যেকটি পাথর নিজের কাহিনি শোনায়৷ অবশ্যই তাদের ভাষা বুঝতে হবে৷ তখন আর কোনো রহস্য থাকবে না৷ তারা আসলে নিজেদের কাহিনি শোনাতে উন্মুখ হয়ে রয়েছে৷’’

গ্রিনল্যান্ডে পাওয়া এক পাথর পরীক্ষা করেই রোসিং প্রমাণ করেন যে, পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটেছিল প্রায় ৩০ কোটি বছর আগে৷ সেই আবিষ্কারের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন৷ এখন তিনি পাথরের বদলে কাদা সংগ্রহ করছেন৷ কারণ তিনি এক নতুন কাহিনির পেছনে ধাওয়া করছেন৷ অনেকে মনে করছেন, এর মধ্যে বিশাল প্রতিশ্রুতি লুকিয়ে রয়েছে৷

একটি অংশে জমির উপরের বরফ গলে বিশাল পাথর ও নুড়িপাথরের স্তূপ বেরিয়ে পড়েছে৷ তবে পাথরের মরুভূমির মতো দেখতে হলেও এ হলো ধাতব পুষ্টির প্রায় অনন্ত এক ভাণ্ডার৷ রোসিং বলেন, ‘‘হিমবাহের এই কাদা আসলে বরফের চাপে পিষ্ট পাথর৷ বিশ্বের যে সব প্রান্তে মাটিতে পুষ্টির অভাব রয়েছে, এই পুষ্টিকর কাদা সেখানে পাঠানো সম্ভব৷ বিশেষ করে সবচেয়ে জনবহুল ক্রান্তীয় অঞ্চলের মাটিতে পুষ্টির বড়ই অভাব৷’’

এই সূক্ষ্ম ছিদ্রভরা কাদাই বরফ গলা পানি সঙ্গে নিয়ে চলে৷ সেই পানি ঝরে খরস্রোতা পাহাড়ি নদী সৃষ্টি হয়৷ সেই প্রক্রিয়ার ফলে শেষে নতুন এক এলাকা সৃষ্টি হয়৷ রোসিং-এর মতে, বছরে প্রায় ১০০ কোটি টন কাদা এভাবে গ্রিনল্যান্ডের উপকূলে পৌঁছে যায়৷ সেই কাদার পুষ্টি গোটা বিশ্বের জন্য খাদ্য উৎপাদনের ক্ষমতা রাখে৷

গ্রিনল্যান্ডে ফেরার পথে রোসিং এক পুরানো পরিচিত ব্যক্তির দেখা পেলেন৷ মর্টেন নিলসেন গ্রিনহাউসে নানা হার্বস বা জড়িবুটি ও লেটুস পাতা উৎপাদন করেন৷ গ্রিনল্যান্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব হাতেনাতে টের পাওয়া যাচ্ছে৷ দেশের দক্ষিণে এখন স্ট্রবেরি ও আলু গজাচ্ছে৷ তবে ভবিষ্যতেও সেখানে বড় আকারে চাষবাস সম্ভব হবে না৷  রোসিং বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন এক কঠিন বাস্তব এবং সেই ঘটনাকে বাস্তবসম্মতভাবে দেখতে হবে৷ তার ভালো ও খারাপ দিক রয়েছে৷ গ্রিনল্যান্ডসহ সারা বিশ্বে আমরা প্রকৃতির অংশ৷ তাতে পরিবর্তন এলে আমাদের যতটা সম্ভব মানিয়ে নিতে হবে৷’’

ঠিক সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন৷ রোসিং নিজের দেশের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী ও বাস্তববাদী৷ তাঁর মতে, স্বনির্ভর হতে চাইলে অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন৷ মিনিক রোসিং বলেন, ‘‘সমাজ হিসেবে আমরা কীসের উপর নির্ভর করবো? গ্রিনল্যান্ডের অক্ষুণ্ণ ও অনন্ত প্রকৃতি রয়েছে৷ সুমুদ্রে বিশাল পরিমাণ মাছ আছে৷ এ সবের মূল্য বেড়েই চলেছে৷ অন্যদিকে পেট্রোলিয়ামে হাত দেওয়া উচিত নয়৷ আমার পেছনে যে ধূসর কাদা রয়েছে, তার আর্থিক মূল্য বিশাল৷ একদিন আমরা এ থেকে অনেক আয় করবো৷’’

গভীর সমুদ্রে প্রাকৃতিক সম্পদের স্বপ্ন দেখার বদলে হাতের নাগালেই বিশাল পরিমাণে যে সম্পদ রয়েছে, তা কাজে লাগালেই চলবে৷

মার্ক-ক্রিস্টফ ভাগনার/এসবি