1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান দূতাবাসের কাছে হামলা

৩১ মে ২০১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক এলাকায় মারাত্মক গাড়ি বোমা হামলা ঘটেছে৷ হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি৷

https://p.dw.com/p/2dsPP
কাবুল বিস্ফোরণ
ছবি: Getty Images/AFP/S. Marai

জার্মানি ও ভারত ছাড়াও অ্যামেরিকা ও ব্রিটেনের দূতাবাসও কাছাকাছি অবস্থিত৷ ন্যাটো মিশনও একই এলাকায়৷ প্রায় ১০ ফিট উঁচু বিস্ফোরণ-প্রতিরোধী প্রাচীর দিয়ে ঘেরা সেই ভবনগুলি৷ সেখানে প্রেসিডেন্টের প্রাসাদসহ আফগান সরকারের কয়েকটি মন্ত্রণালয় ভবনও রয়েছে৷ পুলিশ ও জাতীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তার কড়াকড়ির ফলে শহরের সবচেয়ে ‘নিরাপদ' এলাকা হিসেবে পরিচিত ওয়াজির আকবর খান ডিসট্রিক্ট৷ ফ্রান্সের ইউরোপীয় বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মারিয়েল দ্য সারনে বলেছেন, বিস্ফোরণে ফরাসি ও জার্মান দূতাবাসের ক্ষতি হয়েছে৷ 

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল জানিয়েছেন, এই হামলায় জার্মান দূতাবাসের আফগান প্রহরী নিহত এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন৷ তবে আহতরা এখন নিরাপদে রয়েছেন৷ গাব্রিয়েল এই হামলার কড়া নিন্দা করেন৷ অবশ্য জার্মান দূতাবাস এই হামলার লক্ষ্য ছিল বলে তিনি মনে করেন না৷ শহরের পুলিশ কর্তৃপক্ষও তা মনে করে না৷ 

এমনই এক গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ সম্ভবত এক আত্মাঘাতী ট্রাক বোমা হামলা ঘটেছে৷ সে সময়ে অসংখ্য মানুষ কাজে যোগ দিতে যাচ্ছিলেন৷ ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আফগান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কমপক্ষে ৬০ জন আহত হয়েছে৷ সংবাদ সংস্থা রয়টার্স-এর খবর অনুযায়ী, কমপক্ষে ৮০ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে৷ রাস্তার উপর বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে৷

এলাকার আকাশে কালো ধোঁয়া উঠে যেতে দেখা গেছে৷ হামলার কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল কিনা, তা-ও স্পষ্ট নয়৷ কাছাকাছি সব রাস্তাঘাট বন্ধ করে করে দেওয়া হয়েছে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কোনো ক্ষতি হয়নি৷

কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি৷ তবে তালেবান বিদ্রোহীরা তাদের বাৎসরিক ‘বসন্ত অভিযান'চালাচ্ছে৷ ফলে তারাই এই হামলা চালিয়ে থাকতে পারে বলে কিছু মহল মনে করছে৷ অন্যদিকে আফগানিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠা তথাকথিত ইসলামিক স্টেট সম্প্রতি বেশ কয়েকট বোমা হামলার দায় স্বীকার করেছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য