1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

১১ আগস্ট ২০১৯

চীন সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর৷ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর এ সফরে কাশ্মীর ইস্যুটিই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

https://p.dw.com/p/3NjqK

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর এতোদিন জম্মু ও কাশ্মীর রাজ্য নামে বিশেষ সুবিধা পেয়ে আসছিল৷ কিন্তু নতুন দিল্লির আকস্মিক সিদ্ধান্তে রাতারাতি বদলে যায় এ মর্যাদা৷ রাজ্য ভেঙে তৈরি করা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- লাদাখ ও জম্মু-কাশ্মীর৷

এরপর ‘কাশ্মীর ইস্যুতে ভারত একা সিদ্ধান্ত নিতে পারেনা', এমন অবস্থান নেয় চীন৷ ভারতের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দাও জানায় দেশটি৷ এমনকি এতে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলেও দাবি জানানো হয়৷ ঐতিহাসিক যে সীমানা কাশ্মীর অঞ্চলের ছিল তা এখন পাকিস্তান, ভারত ও চীন- এই তিনটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে৷

কাশ্মীরের পুরোটাই নিজেদের দাবি করে ভারত ও পাকিস্তান৷ ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এ নিয়ে দেশ দুটির মধ্য়ে রয়েছে তীব্র বিরোধ৷ বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের শতকরা ৪৫ ভাগ অঞ্চল রয়েছে৷ বেশিরভাগ কাশ্মীরির বাসও করেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেই৷

পাকিস্তানের দখলে রয়েছে কাশ্মীরের ৩৫ শতাংশ, বাকি ২০ শতাংশের দখলে চীন৷

ভারতের সিদ্ধান্তের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইং জানিয়েছেন, ‘‘পশ্চিমাঞ্চলের ভারত-চীন সীমান্তে চীনা এলাকা ভারতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদ বরাবরাই জানিয়ে এসেছি আমরা৷''

তিনি বলেন, ‘‘ভারত সবসময় নিজেদের আইন পালটে চীনের সার্বভৌমত্ব নষ্টের পাঁয়তারা করেছে৷ ভারতের এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং এর কোনো আইনী ভিত্তি নেই৷''

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে৷ মাঝেমধ্যে এ নিয়ে সীমান্তে সংঘর্ষেও জড়িয়েছে দেশ দুটি৷

ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের ‘দক্ষিণ তিব্বত' বলে দাবি করে চীন৷ অন্যদিকে চানের ‘আকসাই চীন' এলাকার ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের কাশ্মীরের অংশ দাবি করে ভারত৷

পাকিস্তানের পক্ষে চীন

কাশ্মীর ইস্যুতে ভারতের সিদ্ধান্তের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান৷ রাষ্ট্রদূত বহিষ্কার ও প্রত্াহার ছাড়াও বিভিন্ন বৈশ্বিক পরাশক্তির কাছে নালিশও জানিয়েছে তারা৷ এরই অংশ হিসেবে দুদিন আগেই বেইজিং সফর করে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরায়েশি৷ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের পর বেইজিং ঘোষণা দেয়, পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় ‘বিচার' চাওয়ার৷

বেইজিংয়ের সমর্থনে কাশ্মীর ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের করা হবে বলে শনিবার জানিয়েছে ইসলামাবাদ৷

এক সংবাদ সম্মেলনে কোরায়েশি সাংবাদিকদের বলেন, ‘‘আমি চীনকে জানিয়েছি যে পাকিস্তান সরকার এ বিষয়টিকে নিরাপত্তা পরিষদে তুলতে চায়৷ আমাদের চীনের সহায়তা লাগবে৷ চীনও আমাদের সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে৷ ''

ভারত অবশ্য শুরু থেকেই কাশ্মীর ইস্যুটিকে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে দাবি করে আসছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘ভারত কখনও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, অন্য দেশের কাছেও ভারত এমন আচরণ আশা করে৷''

পারস্পরিক অবিশ্বাস

১৯৬২ সালের যুদ্ধের পর থেকে চীন-ভারত সম্পর্ক অনেকটাই অবিশ্বাসের দোলাচলে আগাগোড়া মোড়ানো৷ তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামাকে আশ্রয় দিয়েছে ভারত, অন্যদিকে ভারতের আঞ্চলিক শত্রু পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েই চলেছে চীন৷

গত এক দশক ধরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চীন৷ এ বিষয়টিকে কখনই ভালোভাবে নেয়নি ভারত৷ অন্যদিকে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাড়তে থাকা বন্ধুত্বকে ভালো চোখে দেখে না চীনও৷

শ্রীনিবাস মজুমদারু/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান