1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

১৮ ফেব্রুয়ারি ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষে চার ভারতীয় সেনা নিহত হয়েছে৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার মাত্র কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো৷ ঐ হামলায় ৪২ আধাসামরিক জওয়ান নিহত হন৷

https://p.dw.com/p/3DYcz
Indien Kaschmir Grenze zu Pakistan
ছবি: Getty Images/AFP/T. Mustafa

 সোমবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে৷ এ সময় নিহত হন চার ভারতীয় সেনা৷ পাকিস্তানভিত্তিক ইসলামি জঙ্গি দল জেইশ-ই-মোহাম্মদের সদস্যের খোঁজে ঐ এলাকায় অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনারা৷ ঠিক সে সময় জঙ্গিরা অতর্কিতে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে৷ হামলায় এক সেনা ও একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন৷ হামলার পর জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে৷

গত বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪১ জওয়ান নিহত হওয়ার পর সরকারি বাহিনীগুলো কাশ্মীরের ঐ এলাকায় জোরদার অভিযান শুরু করে৷ ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে৷

কাশ্মীরের ইতিহাসে সরকারি বাহিনীর উপর এমন ভয়াবহ হামলা এর আগে আর হয়নি৷ তাই সাধারণ মানুষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে৷

ভারতে আগামী এপ্রিল ও মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে সামনে রেখে এই হামলার জবাব দিতে যে-কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরকার নিরাপত্তাবাহিনীকে ‘সবধরণের স্বাধীনতা' দিয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য