1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরের নেতা গিলানি প্রয়াত

২ সেপ্টেম্বর ২০২১

সৈয়দ আলি শাহ গিলানি প্রয়াত। কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার বয়স হয়েছিল ৯২ বছর।

https://p.dw.com/p/3znQ1
সৈয়দ আলি শাহ গিলানি। ছবি: Getty Images/AFP/S. Hussain

কাশ্মীরে গিলানির পরিচয় ছিল পাকিস্তানপন্থি হুরিয়াত নেতা হিসাবে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করার পর গত বছর তিনি রাজনীতি থেকে অবসর নেন। হুরিয়াতও ছেড়ে দেন। বুধবার রাতে তিনি মারা যান।

গিলানির চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীরের রাজনীতির একটি যুগের অবসান হলো। গিলানি ছিলেন কট্টরপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রধান মুখ। মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষাধিকার বাতিল করার পর গিলানি বলেছিলেন, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কিন্তু সেসময় তিনি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে প্রতিবাদ করতে পারেননি।

তার মৃত্যুর পর কাশ্মীরে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। উপত্যকার অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ অফিসার বিজয় কুমার জানিয়েছেন, গিলানির বাড়ির আশপাশের এলাকায় নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।

সেই সঙ্গে হুরিয়াতের প্রবীণ নেতাদের আটক করা হয়েছে। প্রবীণ হুরিয়াত নেতা মুখতার আহমেদ ওয়াজাকে অনন্তনাগের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)