1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উনের সঙ্গে বৈঠক হলে ‘সম্মানিত’ হবেন ট্রাম্প

২ মে ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন৷ এই বক্তব্যের মাধ্যমে তিনি দুই নেতার মধ্যে আলোচনার দরজা খুলে দিলেন৷

https://p.dw.com/p/2cDNR
Kombi-Bild Kim Jong Un Donald Trump

ব্লুমবার্গ নিউজ এজেন্সিকে সোমবার দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘তাঁর (উন) সঙ্গে বৈঠকে মিলিত হওয়া যদি আমার জন্য সঠিক বলে মনে হয়, তাহলে আমি তাই করব, এবং এটা করার মাধ্যমে আমি সম্মানিত হব৷’’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘যদি সঠিক পরিস্থিতি তৈরি হয়, আবার বলছি সঠিক পরিস্থিতি, তাহলে আমি সেটা (উনের সঙ্গে বৈঠক) করব৷

‘‘বেশিরভাগ রাজনীতিবিদ কখনোই এই কথাটি বলবেন না৷ তবে আমি আপনাকে বলছি, সঠিক পরিস্থিতি তৈরি হলে আমি তাঁর সঙ্গে কথা বলব৷ এটা একটা ব্রেকিং নিউজ,’’ উন প্রসঙ্গে ব্লুমবার্গের সাংবাদিককে বলেন ডোনাল্ড ট্রাম্প৷

দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক হওয়া সম্ভব নয়৷

দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ আন্দ্রেই ল্যানকভ ব্লুমবার্গকে বলেন, নিকট ভবিষ্যতে দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না৷ 

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া একে অপরকে হুমকি দিয়ে আসছে৷ সোমবারও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘‘যুক্তরাষ্ট্রের নেয়া কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে তার সরকার পুরোপুরি প্রস্তুত৷’’

Infografik Reichweite der nordkoreanischen Rakete ENG

এদিকে, দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সতর্কবার্তা উচ্চারণ করেছে চীন৷ গত সপ্তাহে দেশটি বলেছে, এভাবে চলতে থাকলে কোরীয় উপত্যকায় উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স, ব্লুমবার্গ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...