1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কুকুরের চেয়েও খারাপ আমরা?’

২৯ আগস্ট ২০১৬

ইউরোপে যখন শরণার্থীদের ঢল নামা শুরু হয়, তখন ম্যার্কেল আশ্বাস দিয়েছিলেন৷ বলেছিলেন – ‘‘আমরা অবশ্যই পারবো৷'' আর আজও নিজের সেই বিশ্বাসে অনড় জার্মান চ্যান্সেলর৷ কিন্তু জার্মানিতে বসবাসকারী শরণার্থীদের অভিজ্ঞতা কী বলছে?

https://p.dw.com/p/1JreR
আফ্রিকা থেকে আসা শরণার্থীরা...
ছবি: Reuters/D.Z. Lupi

সাম্প্রতিক সময়ে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে একের পর এক জঙ্গি হামলার জন্য অনেকেই পরোক্ষভাবে আঙ্গেলা ম্যার্কেলের উদার শরণার্থী নীতিকে দায়ী করছেন৷ দেশের ভেতরে এতদিনের শক্ত অবস্থান আর নেই চ্যান্সেলরের৷ শরণার্থী সংকটের কারণে নিজের রাজনৈতিক শিবিরের মধ্যে সমর্থন হারাচ্ছেন তিনি৷ এমনকি সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, চতুর্থবারের মতো বিশ্ব রাজনীতিতে ‘লৌহমানবী' হিসেবে পরিচিতি ম্যার্কেলকে আর চ্যান্সেলর হিসেবে দেখতে চান না জার্মানির দুই-তৃতীয়াংশ মানুষ৷

চ্যান্সেলরের ইতিবাচক আশ্বাসে তাঁদের যেন আর বিশ্বাস নেই৷ অনেকেই আজ শরণার্থীদের চায় না৷ জার্মানিতে ছুটে আসা অভিবাসনপ্রত্যাশীরা কি তবে আজ সাধারণের চক্ষুশূল? কী বলছেন জার্মানিতে বসবাসকারী শরণার্থীরা? #MsgToMerkel অভিযানে অংশ নেওয়া তাঁদের কয়েকজনের কথাই তুলে ধরেছে ডয়চে ভেলে:

মুহাম্মদ টাঙ্কো, নাইজার

#MsgToMerkel: Mouhamed from Niger

‘‘ইউরোপে আফ্রিকা থেকে আসা মানুষদের তুলনায় একটা কুকুরের প্রতিও বেশি সম্মান দেখানো হয়৷ তাই তো আমি এখানে আফ্রিকানদের অধিকার আদায়ের জন্য কাজ করছি৷ কাজ করছি তাঁদের জন্য, যাঁদের গায়ের রং ‘কালো' হওয়ার কারণে জার্মানি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে৷''

রেজা আকবরি, আফগানিস্তান

‘‘আমি যখন আফগানিস্তান থেকে জার্মানিতে এসেছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র ১০ বছর৷ ওর চোখে স্বপ্ন ছিল, জার্মানির স্কুলে পড়বে, বড় হবে৷ কিন্তু আজও আমাদের একটা শরণার্থী শিবিরে আরো ৫০০ জনের সঙ্গে গাদাগাদি করে বাস করতে হচ্ছে৷ আমরা জানি না এভাবে আর কতদিন থাকতে হবে৷ আজ মনে হচ্ছে, আমার মেয়ের ভবিষ্যত সত্যিই অন্ধকার৷''

মোহাম্মদ মোহাম্মাদি, ইরান

‘‘ইরান ছেড়ে আসার সময় আমার পরিবারকে শেষ দেখি আমি৷ জার্মানিতে ঢোকার সময়ই আমরা আলাদা হয়ে যাই৷ আজও আমরা একেকজন একেক শহরে আছি৷ এভাবে আর কতদিন? আমরা কি কোনোদিনই আবার আগের মতো একসঙ্গে থাকতে পারবো না?''

ডিজি/এসিবি

আপনারও কি ম্যার্কেলকে কিছু বলার আছে? #MsgToMerkel ব্যবহার করে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য