1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরের বিশেষ আসবাব ও স্থাপত্যের প্রদর্শনী

১৮ ডিসেম্বর ২০২০

কুকুর পোষার শখ অনেকেরই আছে৷ কিন্তু কুকুরের জন্য ডিজাইনার আসবাবপত্র তৈরির কথা শুনেছেন? একটি প্রদর্শনীতে ঠিক তেমনটাই করা হয়েছে৷ দর্শকদের মধ্যেও মালিকসহ কুকুরের দেখা মেলে৷

https://p.dw.com/p/3muIw
কুকুরের জন্য আসবাবপত্রের নতুন ডিজাইন নিয়ে প্রদর্শনী চলছে
কুকুরের জন্য আসবাবপত্রের নতুন ডিজাইন নিয়ে প্রদর্শনী চলছেছবি: Scott Eisen/Getty Images

শিবা-ইনু গোত্রের মাদী কুকুর শুশ লন্ডনে এক প্রদর্শনী ঘুরে দেখছে৷ ‘কুকুরের জন্য স্থাপত্য' নামের সেই প্রদর্শনীতে মানুষের পরম মিত্রের জন্য সৃজনশীল আসবাবপত্র তুলে ধরা হচ্ছে৷ বিশ্বখ্যাত ডিজাইনার ও স্থপতিরা সেই সব বস্তুর ডিজাইন করেছেন৷ লন্ডনের স্থপতি আসিফ খানও সেই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সবাইকে মানুষের বদলে কুকুরের জন্য স্থাপত্য তৈরি করতে বলা হয়েছিল৷ ঘরবাড়ি তৈরি করা নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কুকুরের মতো ভাবনাচিন্তা করে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে হবে৷ ফলে সৃজনশীল কৌশলগুলিকে আরো ক্ষুরধার করে তুলতে হয়েছিল৷ একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কাজ শুরু করে কুকুরের চোখ দিয়ে জগত পর্যবেক্ষণ করতে হয়েছিল৷''

জাপানের ডিজাইনার কেনিয়া হারা এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা৷ তাঁর আইডিয়ার উপর ভিত্তি করে এই ভ্রাম্যমান প্রদর্শনী সৃষ্টি হয়, যেটি ২০১২ সাল থেকে গোটা বিশ্বে দেখানো হচ্ছে৷ এই প্রথম ইউরোপের মানুষ সেই সৃষ্টিকর্ম দেখার সুযোগ পাচ্ছেন৷ প্রত্যেকটি ডিজাইন নির্দিষ্ট জাতের কুকুরের কথা ভেবে তৈরি হয়েছে৷ লন্ডনে জাপান হাউসের প্রতিনিধি সাইমন রাইট বলেন, ‘‘টোরাফু স্থপতিরা জ্যাক রাসেল টেরিয়ার গোত্রের কুকুরের জন্য একটি বস্তু তৈরি করেছে৷ এই কুকুর মালিকের গন্ধ বিশেষ পছন্দ করে৷ এখানে একটি ফ্রেমের মধ্যে মালিকের কিছু জামাকাপড় রাখা হচ্ছে, যাতে কুকুর স্বাচ্ছন্দ্য বোধ করে৷''

প্রদর্শনীতে এমন আরো অনেক বস্তু দেখার এবং স্বজাতির সঙ্গে আলাপের সুযোগ রয়েছে৷ সেইসঙ্গে রয়েছে আরো এক চমক৷ সাইমন রাইট বলেন, ‘‘এটা আসলে প্রদর্শনীর চেয়েও কিছুটা বেশি৷ এটা সত্যি এক আন্তর্জাতিক প্রকল্প৷ প্রদর্শিত বস্তুর নানা সংস্করণ ডাউনলোড করে মানুষ নিজেই সেগুলি তৈরি করে নিতে পারে৷ আমরা সেই সব বস্তুর ছবিও আপলোড করি৷ সোশাল মিডিয়ার মাধ্যমে ও কুকুরের স্থাপত্য সংক্রান্ত ওয়েবসাইটেও সেগুলি তুলে ধরা হয়৷ ফলে প্রকৃত অর্থে বিশ্বব্যাপী আদানপ্রদান ঘটে৷''

স্পষ্ট ডিজাইন ও হাস্যরসে ভরা আইডিয়া দেখে কুকুর ও মালিকদের আমোদ হয়৷ স্লাশ নিজের বাসায় এমন কিছু বস্তু পেলে নিশ্চয় খুশি হবে৷

ডিনা অসিনস্কি/এসবি