1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্ককে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

১৩ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর নতুন করে আক্রমণ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ কিন্তু যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে সে অঞ্চলে আইএস-বিরোধী লড়াই বাধাগ্রস্ত হতে পারে৷

https://p.dw.com/p/3A14Y
Syrien, Al-Rakka: Soldaten der Syrischen Demokratischen Kräfte (SDF)
ছবি: picture-alliance/AP/A. Waguih

উত্তর সিরিয়ায় এ ধরনের আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র ‘মেনে নেবে না' বলেও জানিয়েছে মার্কিন সেনাবাহিনী৷

মার্কিন সেনাদপ্তর পেন্টাগনের মুখপাত্র কমান্ডার শন রবার্টসন জানিয়েছেন, ‘‘উত্তর সিরিয়ায় মার্কিন সেনারা অবস্থান করছে৷ ফলে সে অঞ্চলে যেকোনো পক্ষের একক সেনা অভিযানের সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগের৷''

রবার্টসন আরো বলেন, তুরস্কের সীমান্ত রক্ষায় সচেতন রয়েছে ওয়াশিংটন৷ কিন্তু একই সাথে কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটস- ওয়াইপিজি'র নেতৃত্বে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস মার্কিন সেনাবাহিনী সহযোগী হিসেবে তথাকথিত জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট'- এর বিরুদ্ধে লড়াই করছে৷

তিনি বলেন, ‘‘এই সংকটময় মুহূর্তে আইসিস শক্তি সঞ্চয় করতে পারে, এমন কিছু আমরা করতে দেবো না৷ এতে আমাদের সহযোগীদের সাথে মিলে যে সাফল্য আমরা অর্জন করেছি, তা নষ্ট হতে পারে এবং আইসিস আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷''

তবে ওয়াইপিজিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা পাওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র অংশ হিসেবে বিবেচনা করে তুরস্ক৷ ফলে ওয়াইপিজির সিরিয়ার কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়াকেও হুমকি হিসেবেই বিবেচনা করে তুরস্ক৷

‘কিছুদিনের মধ্যেই' অভিযান

‘নিকট ভবিষ্যতেই' তুরস্ক ওয়াইপিজি'র বিরুদ্ধে অভিযানে যাবে, তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের এমন ঘোষণার পরই এলো পেন্টাগনের বক্তব্য৷

তুরস্কে প্রতিরক্ষা বিষয়ক এক সেমিনারে এর্দোয়ান বলেন, ‘‘বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে ইউফ্রেটিসের পূর্ব পাড় মুক্ত করতে আমরা অচিরেই অভিযান শুরু করবো৷''

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর দীর্ঘদিন হামলা চালিয়ে এলেও ইউফ্রেটিস নদীর পূর্ব পাড়ে কখনো হামলা চালায়নি তুরস্ক৷ আইএসের বিরুদ্ধে লড়াই করা মার্কিন সেনাদের ঘাঁটি অবস্থিত সে অঞ্চলে৷ তবে পূর্ব ইউফ্রেটিসে কুর্দি আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে তুর্কি-মার্কিন বিরোধ চলছে৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য