1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমনিৎস হত্যার সন্দেহভাজন ইরাকি মুক্ত

১৮ সেপ্টেম্বর ২০১৮

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর কেমনিৎসে ছুরিকাঘাতে এক জার্মান-কিউবান নাগরিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ইরাকি ছাড়া পেয়েছেন৷

https://p.dw.com/p/356aD
Chemnitz Kundgebung "Staatenlos"
ছবি: picture-alliance/dpa/H. Schmidt

আগস্টের শেষ দিকে এই হত্যাকাণ্ডের পর শহরটিতে কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল উগ্র ডানপন্থিরা৷

মঙ্গলবার আদালতে মামলার শুনানিতে ইউসিফ এ নামের ওই ইরাকির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বিচারক প্রত্যাহার করেন বলে তার আইনজীবী উলরিচ ডোস্ট-রক্সিন জানিয়েছেন৷

বিচারকের এই আদেশের মধ্য দিয়েই ইউসিফের আটকাবস্থার অবসান ঘটে বলে জানান তিনি৷

গত ২৬ আগস্ট ভোরে কেমনিৎসে কথা কাটাকাটির এক পর্যায়ে ডানিয়েল এইচ. নামের ৩৫ বছর বয়সি ওই জার্মান-কিউবান নাগরিককে ছুরিকাঘাত করলে তা/র মৃত্যু হয়৷

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের প্রায় ১০ জন মানুষ এই সংঘাতে জড়িত ছিলেন৷

সে সময় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২২ বছর বয়সি ইউসিফ ছাড়াও ২৩ বছরের এক সিরীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়৷

উলরিচ বলেছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীরা কেউ তাঁর মক্কেল ইউসিফকে শনাক্ত করতে পারেননি৷ তাছাড়া ঘটনাস্থলে যে ছুরি পাওয়া গেছে, তার সঙ্গে ইউসিফের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি বলেও জানান তিনি৷

অন্যায়ভাবে তাঁর মক্কেলকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন এই আইনজীবী৷

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তি, ওই সিরীয় নাগরিকেরও মুক্তি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী৷ তবে আবেদনটি কবে, কখন শুনানির জন্য উঠবে,  সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷

এএইচ/এসিবি  (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য