1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি বিজ্ঞানীর অসাধারণ আবিষ্কার

২০ ডিসেম্বর ২০১৮

ক্যানসার চিহ্নিতকরণে বাংলাদেশি এক বিজ্ঞানীর আবিষ্কারের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে, ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷

https://p.dw.com/p/3AQuH
Melanoma - Hautkrebs - Illustration der Krebszellen
ছবি: Imago/Science Photo Library/A. Pasieka

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আলী ইবনে সিনা'র এই কাজ ক্যানসার পরীক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনেছে৷ নতুন এই পদ্ধতিতে কেবল রক্ত ও টিস্যু পরীক্ষার প্রয়োজন হয়৷ এই পরীক্ষাটি একটি বিশেষ ধরনের ডিএনএ পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করেছেন তাঁরা৷ তাঁরা বলছেন, ভিন্ন ধরনের ক্যানসারের ডিএনএন'র বৈশিষ্ট্য ভিন্ন৷

 ঐ রক্ত পরীক্ষার মাধ্যমে জীনগত বৈশিষ্ট্য ধরা পড়ে যার মাধ্যমে কী ধরনের ক্যানসার তা নির্ণয় করা যায়৷ ফলে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে৷ এর অর্থ হলো, যত দ্রুত ক্যানসার নির্ণয় করা যাবে, তত দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷

বর্তমানে ইবনে সিনা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন৷ এই গবেষণা দলে তাঁর সঙ্গে ছিলেন আরও দু'জন বিজ্ঞানী৷ গত বৃহস্পতিবার ভিডিওটি তাঁদের ফেসবুক পাতায় পোস্ট করে ‘টগবগ'৷ এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য