1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসার রোগীদের মানসিক চিকিৎসাও দিতে হবে

১৪ আগস্ট ২০১৮

ক্যানসার রোগীদের নিয়ে গবেষণা করা বাংলাদেশের এক তরুণ গবেষক বলছেন, প্রথাগত চিকিৎসা দেয়ার পাশাপাশি রোগীর মনস্তাত্ত্বিক চাপ কমানোর চেষ্টাও করতে হবে৷ বাংলাদেশে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়া হয় না বলে জানান তিনি৷

https://p.dw.com/p/334tv
68th Lindau Nobel Laureate Meeting, Dr Ishrat Rafique Eshita
ছবি: DW/M. Zahidul Haque

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডা. ইশরাত রফিক ঈশিতা ৩৮৫ জনক্যানসার রোগীর উপর গবেষণা করেন৷ এই সময় তিনি দেখতে পান, বাংলাদেশে ক্যানসার আক্রান্ত বেশিরভাগ রোগী ও তাঁর পরিবার ধরে নেন, ক্যানসার হলে মানুষ বেশিদিন বাঁচতে পারে না৷ ঈশিতা বলেন, ‘‘আমাদের দেশের প্রেক্ষিতে যখন কারও ক্যানসার হয় তখন সেই রোগী ও তাঁর পরিবার মনে করে থাকেন যে, তাঁর হয়ত বাঁচার সম্ভাবনা খুব একটা থাকবে না, বা অনেক টাকা খরচ করে চিকিৎসা দেয়া হলেও বেশিদিন উনি বাঁচবেন না৷ কিন্তু চিকিৎসা নেয়ার পরও যে একটা মানুষ বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে, এটার ধারণা খুব একটা মানুষের থাকে না৷''

তিনি তাঁর গবেষণায় দেখতে পান যে, ৩৫ শতাংশের বেশি ক্যানসার রোগীর মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে৷ এই অবস্থা থেকে তাঁদের বের করে আনার কিছু পরামর্শ দিয়েছেন তিনি৷ ঈশিতা বলেন, ‘‘আমাদের মতো দেশে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে কনভেনশলনাল কেমোথেরাপি, রেডিওথেরাপি ও সার্জিক্যাল ট্রিটমেন্ট এগুলোর উপর বেশি নির্ভর করা হয়৷ এগুলোতো লাগবেই৷ তবে এর বাইরে স্ট্রেট ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, এনার্জি কনজারভেশন ও অ্যাকটিভিটি ম্যানেজমেন্ট, স্লিপ থেরাপি, নিউট্রিশনাল থেরাপি, মিউজিক থেরাপি, রিস্ট্রোরেটিভ থেরাপিরও ব্যবস্থা করা উচিত৷''

বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হসপিটাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ক্যানসার রোগীদের নিয়ে গবেষণা করেন ঈশিতা৷ তাঁর এই গবেষণাপত্র ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ'-এ প্রথম প্রকাশিত হয়েছে৷

সম্প্রতি তিনি জার্মানির লিন্ডাউ শহরে নোবেল বিজয়ীদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন৷ প্রায় ৩৯ জন নোবেল বিজয়ী সেখানে অংশ নিয়েছিলেন৷

সারা বিশ্বের প্রায় ৬০০ তরুণ গবেষকও সম্মেলনে উপস্থিত ছিলেন৷ ঈশিতা ছাড়াও যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন'-এ পিএইচডিরত বাংলাদেশি তরুণ গবেষক সামসাদ রাজ্জাকও সম্মেলনে উপস্থিত ছিলেন৷

জেডএইচ/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান