1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তামিমের জঙ্গিদের সঙ্গে মেলামেশা ছিল’

২৯ আগস্ট ২০১৬

গুলশান হামলার সন্দেহভাজন ‘মাস্টারমাইন্ড' তামিম চৌধুরী ক্যানাডার ক্যালগেরির একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল বলে জানিয়েছে সে দেশের অন্যতম বহুল পঠিত সংবাদমাধ্যম ‘গ্লোব অ্যান্ড মেইল'৷

https://p.dw.com/p/1JrYN
Symbolbild islamistischer Kämpfer
ছবি: Fotolia/Oleg Zabielin

ঐ গোষ্ঠীর অন্য সদস্যরা ক্যানাডার বাইরে অন্তত দুটি বড় হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে৷ এসব হামলায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷

২০০৯ সালে ক্যানাডার উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী একটি কোর্সে অংশ নিয়েছিলেন তামিম৷ কোর্সের বিষয় ছিল ইসলাম৷ প্রশিক্ষক ছিলেন ইমাম নেভাইদ আজিজ৷ গ্লোব অ্যান্ড মেইলকে তিনি বলেন, ‘‘আমি তামিমকে ভালো বলেই জানতাম৷ নেতৃত্ব দেয়ার মতো মানুষ মনে হয়নি তাকে৷ সে সবসময় পেছনে বসতে পছন্দ করতো৷'' সে সময় জঙ্গি সংশ্লিষ্ট কোনো চিহ্ন তামিমের মধ্যে দেখতে পাননি বলে জানিয়ে আজিজ বলেন, একটি জঙ্গি গোষ্ঠীর নেতা হিসেবে তামিমকে ভবিষ্যতে দেখতে হতে পারে এমনটা তিনি কোনোদিন ভাবেননি৷

২০১২ সালে ক্যানাডার আরেক শহর ক্যালগেরির ‘ইসলামিক ইনফরমেশন সোসাইটি'তে চাকরি নেন ইমাম আজিজ৷ একদিন জুমার নামাজের খুতবা শেষে তামিমকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়েছিলেন তিনি৷ তবে তামিম তাঁকে (ইমাম আজিজ) না চেনার ভাব করেছিল বলে জানান আজিজ৷ সেই সময় তামিমের সঙ্গে ছিল ডেমিয়ান ক্লেয়ারমন্ট – ইসলাম ধর্ম গ্রহণ করা ক্যানাডীয় এই নাগরিক পরবর্তীতে দুর্ধর্ষ জঙ্গি হিসেবে পরিচিতি পেয়েছিল৷ ক্যানাডার বাইরে এক অভিযানে সে নিহত হয়৷

উল্লেখ্য, ইমাম আজিজ বর্তমানে ক্যালগেরিতে মৌলবাদের প্রসার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন৷

গ্লোব অ্যান্ড মেইল-এর প্রতিবেদন বলছে, তামিম ও ক্লেয়ারমন্ট ক্যালগেরির যে গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল সেখানকার আরেক সদস্য ক্যানাডীয় নাগরিক সালমান আশরাফি ইরাকে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল৷ এতে ৪৬ জন নিহত হন৷ আরেক সদস্য ক্যানাডীয় ফারাহ মোহামেদ শিরডন ২০১৪ সালে সিরিয়া থেকে এক প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজেকে আইএস যোদ্ধা বলে পরিচিতি দেন৷ কোনো এক সময় হোয়াইট হাউসের ময়দানে আইএস-এর কালো পতাকা ওড়ানো হবে বলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করে দিয়েছিলেন৷ এরপর শিরডন তার ক্যানাডীয় পাসপোর্ট আগুনে ছুড়ে ফেলেছিলেন৷

তামিমদের গোষ্ঠীর আরও দুই সদস্য কলিন ও গ্রেগরি গর্ডন ইসলামিক স্টেট-এর হয়ে যুদ্ধ করতে গিয়ে ২০১৪ সালে প্রাণ হারান৷

জেডএইচ/ডিজি (গ্লোব অ্যান্ড মেইল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য