1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডীয় ফুটবলের সবচেয়ে বড় নাম ক্রিস্টিন সিনক্লেয়ার

২৪ জুন ২০১১

গত ২০০৫ সাল থেকে টানা ছয়বার ক্যানাডার সেরা প্রমীলা ফুটবলার হয়েছেন ক্রিস্টিন সিনক্লেয়ার৷ তাই বর্তমানে, ক্যানাডার ফুটবল জগতে সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড় এই ২৮ বছর বয়সী প্রমীলা স্ট্রাইকার৷

https://p.dw.com/p/11iiH
ক্যানাডার সেরা প্রমীলা খেলোয়াড় ক্রিস্টিন সিনক্লেয়ার (বামে)ছবি: daod

মাত্র ১৭ বছর বয়সে নামকরা আলগার্ভ কাপে আন্তর্জাতিক অভিষেক হয় ক্রিস্টিন সিনক্লেয়ারের৷ দুর্দান্ত গতি ও ক্ষিপ্রতার কারণে তাঁকে অনূর্ধ্ব ১৯ দলের কোচ আয়ান ব্রিজ ডাকতো ‘‘প্রমীলা ফুটবলের মাইকেল ওয়েন'' বলে৷ খুব দ্রুতই দলের ‘গোল মেশিনে' পরিণত হন ‘সিন্সি'৷ দু'বছর পর, ২০০২ সালে কনকাকাফ কাপের দলের টুর্নামেন্টের সর্বোচ্চ সাতটি গোল করেন৷ একই বছর অনূর্ধ্ব ১৯ প্রমীলা বিশ্বকাপে ক্যানাডাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান সিনক্লেয়ার৷ কেবল দলের সাফল্যই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল' ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন শু'-ও জেতেন তিনি৷

ক্যানাডার পক্ষে দেড়শ'রও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিনক্লেয়ার, যা একটি রেকর্ড৷ পাশাপাশি সর্বোচ্চ ১১৫টি গোলের রেকর্ডও রয়েছে এই ফুটবলারের ঝুলিতে৷ এছাড়া কলেজে থাকতে বিভিন্ন জাতীয় রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিন সিনক্লেয়ার৷ এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ক্যানাডা৷ এবং তাদের সবচেয়ে বড় ভরসা আক্রমণভাগের এই খেলোয়াড়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য