1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সারের আত্মজীবনী লিখে সিদ্ধার্থের পুলিৎজার জয়

১৯ এপ্রিল ২০১১

জনসেবামূলক সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিৎজার পদক পেল ‘লস অ্যাঞ্জেলেস টাইমস'৷ এদিকে, গবেষণামূলক গ্রন্থের জন্য পুলিৎজার পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসাবিজ্ঞানী সিদ্ধার্থ মুখোপাধ্যায়৷

https://p.dw.com/p/10w2w
সিদ্ধার্থ মুখোপাধ্যায়ছবি: dapd

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহর বেল৷ শহরটির সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত বেতন-ভাতার রহস্য এবং দুর্নীতির চিত্র তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুলিৎজার পদক ছিনিয়ে নিল ‘দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস'৷ ৯৫তম বার্ষিক এই পুরস্কারের দু'টি ধারায় সেরা পদক গেছে এই পত্রিকাটির ঘরে৷ দু'টি পদক পেয়েছে ‘দ্য নিউইয়র্ক টাইমস'৷ রাশিয়ার ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা নিয়ে তদন্তমূলক প্রতিবেদন প্রকাশের জন্য এই পদক পেল নিউইয়র্ক টাইমস৷

অর্থনৈতিক মন্দার পেছনে ওয়াল স্ট্রিটের কিছু প্রশ্নবোধক ব্যবস্থা এবং চর্চা কীভাবে কাজ করেছে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে পুলিৎজার পেল অনলাইন ভিত্তিক অলাভজনক সংবাদ প্রতিষ্ঠান প্রোপাবলিকা৷ তবে প্রোপাবলিকা'র এই প্রতিবেদনগুলো কোন পত্র-পত্রিকায় ছাপানো হয়নি৷ ফলে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত খবরের জন্য পুলিৎজার পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম৷ নিউজ ফোটোগ্রাফি'তে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর সেরা ‘দ্য ওয়াশিংটন পোস্ট'৷ তবে ফিচার ফোটোগ্রাফি'র জন্য পুরস্কার পেয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস৷

Flash-Galerie Pulitzer Preis Medaille
পুলিৎজার মেডেলছবি: AP

সম্পাদকীয় লেখার ধারায় সেরা হলেন ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'এর জোসেফ ব়্যাগো৷ সমালোচনামূলক লেখায় সেরা ‘দ্য বোস্টোন গ্লোবস'এর সেবাস্টিয়ান স্মি৷ সেরা কল্পকাহিনীর জন্য পদক গেছে ‘এ ভিজিট ফ্রম দ্য গুন স্কোয়াড' এর লেখক জেনিফার ইগ্যানের ঝুলিতে৷ ‘ক্লাইবর্ন পার্ক' নাটকের জন্য সেরা নাট্যকার হিসেবে পুরস্কৃত হন ব্রুস নরিস৷ ঐতিহাসিক লেখায় সেরা এরিক ফনার এবং জীবনীমূলক লেখায় সেরা হয়েছেন রন চেরনাউ৷

এছাড়া সেরা কাব্যের স্বীকৃতি পেলেন কেই রায়ান এবং ক্যান্সারের জীবনী লিখে পুলিৎজার জয় করলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়৷ ভারতের রাজধানী নতুন দিল্লিতে ১৯৭০ সালে জন্ম সিদ্ধার্থের৷ বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ৷ ক্যান্সার নিয়ে তাঁর গবেষণাধর্মী বই ‘দ্য এম্পেরর অফ অল ম্যালাডিস: এ বায়োগ্রাফি অফ ক্যান্সার' জিতে নিল পুলিৎজার পদক৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক