1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লাসে ঘুমে কাদা শিশুর ভিডিও ভাইরাল

৫ সেপ্টেম্বর ২০১৮

ঘুমের চেয়ে দামি কী আছে? কথায় আছে, কোনো সূর্যোদয়ই এত সুন্দর না, যার জন্য ঘুম ছাড় দেয়া যায়৷ এটাই আবার প্রমাণ করল, দিল্লির একটি স্কুলের এই ক্ষুদে শিক্ষার্থী৷

https://p.dw.com/p/34JMo
Symbolbild | Schule Unterricht Schulklasse Schüler
ছবি: imago/photothek/M. Gottschalk

ভিডিওটি ধারণ করেছেন ক্লাসের শিক্ষিকা নিজেই৷ আর তা থেকেই জানা গেল শিশুটির নাম মানসী৷

শিক্ষিকাকে ভিডিওতে দেখা না গেলেও শোনা গেছে তাঁর কণ্ঠ৷ বারবার মানসীর নাম ধরে ডাকলেও তাতে থোড়াই কেয়ার করছে সে৷

এক পর্যায়ে শিক্ষিকা পাশে বসা আরেক শিক্ষার্থীকে বলেন মানসীকে ডেকে তুলতে৷ বেশ খানিকক্ষণ কাঁধ ধরে ঝাঁকালে এক পর্যায়ে উঠে বসে মানসী৷

কিন্তু তাতে কী! এবার চেয়ারে বসেই শুরু শান্তির ঘুম৷ ক্লাসের অন্য শিক্ষার্থীরাও মানসীর কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে শেষ৷

এরপর আবার শিক্ষিকা ঘুম থেকে উঠে পড়ায় মনযোগ দিতে বললে নড়েচড়ে বসে মানসী৷ চোখ মেলে তাকিয়ে একবার শিক্ষিকাকে দেখেও তার কোনো ভাবান্তর হলো না৷ আবার সামনের ডেস্কে হাতের ওপর মাথা রেখে ঘুমে ব্যস্ত হয়ে পড়ল সে৷

ইউটিউবে শেয়ার করা এই ভিডিও এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এমনকি ভারতের বিভিন্ন গণমাধ্যমেও শিরোনামে স্থান করে নিয়েছে এই ঘটনা৷

শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা কেমন হওয়া উচিত, উঠেছে সে বিতর্কও৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান