1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোটা কার্যকাল ধরেই দায়িত্বে থাকবো’

১২ ফেব্রুয়ারি ২০১৮

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আঙ্গেলা ম্যার্কেল সাফ বলে দিয়েছেন, জার্মান চ্যান্সেলর হিসেবে তিনি চতুর্থবার শপথ নিয়ে মেয়াদ পূর্ণ করতে বদ্ধপরিকর৷ তাঁর মতে, দেশে দ্রুত সরকার গড়া প্রয়োজন৷

https://p.dw.com/p/2sVJi
আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Getty Images/C. Koall

কার্যনির্বাহী জার্মান চ্যান্সেলর ও সিডিইউ দলের শীর্ষ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল নিজের শিবিরে চাপের মুখে পড়েও স্থিতিশীলতার বার্তা দিয়ে চলেছেন৷ এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি অবিচল ভঙ্গিতে বলেন, জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা পালন করার চেষ্টা করবেন৷ অর্থাৎ, নতুন মহাজোট সরকার গঠিত হলে তিনি চ্যান্সেলর হিসেবে ৪ বছরের মেয়াদ পূর্ণ করবেন৷ তিনি আশা করেন, দেশে দ্রুত এক স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে এসপিডি সদস্যরা কোয়ালিশন চুক্তির পক্ষেই ভোট দেবেন৷

উল্লেখ্য, এসিপিডি দলের সঙ্গে দর কষাকষির সময়ে যথেষ্ট সংখ্যক মন্ত্রীর পদ আদায় করতে না পেরে ম্যার্কেল দলের একাংশের প্রবল সমালোচনার মুখে পড়েছেন৷ বিশেষ করে অর্থ মন্ত্রণালয় হারানোয় সবচেয়ে বেশি ক্ষোভ দেখা যাচ্ছে৷ ম্যার্কেল অবশ্য বলেন, কোয়ালিশন চুক্তির মধ্যে সিডিইউ দলের নীতির যথেষ্ট মাত্রায় প্রতিফলন ঘটেছে৷ সেই নীতি কার্যকর করার কাজ যে দলের মন্ত্রীই করুন না কেন, তাতে কিছু এসে যায় না৷ তবে ম্যার্কেল স্বীকার করেন যে, স্থিতিশীল সরকার গড়ার লক্ষ্যে তাঁকে অবশ্যই কষ্টকর ছাড় দিতে হয়েছে৷ ২৬শে ফেব্রুয়ারি দলীয় সম্মেলনের আগেই ম্যার্কেল সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘোষণা করতে চান৷ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কোয়ালিশন চুক্তি অনুমোদন করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

এদিকে জার্মানির প্রস্তাবিত মহাজোট সরকারের প্রতি দলের সদস্যদের সমর্থন আদায় করতে পথে নামার প্রস্তুতি নিচ্ছেন এসপিডি নেতারা৷ আগামী ১৭ই ফেব্রুয়ারি হামবুর্গ শহরে কোয়ালিশন চুক্তির পক্ষে প্রচার শুরু করবেন তাঁরা৷ শীর্ষ নেতা ও সম্ভাব্য ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্টিন শুলৎস দলের পদ থেকে সরে দাঁড়ানোর পর যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভোটাভুটির উপর তার কতটা প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়৷ শুলৎস নিজে এখনো সেই প্রচার অভিযানের অংশ হবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে৷

২০শে ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত এসপিডি দলের ৪৬৩,৭২৩ জন সদস্য পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারে যোগ দেওয়ার বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন৷ তারপরই জানা যাবে, জার্মানিতে দ্রুত মহাজোট সরকার গঠিত হচ্ছে কিনা

এসপিডি দলের নেতৃত্বে অরাজকতার ছায়া দূর করতে সম্ভবত মঙ্গলবারই দলের নেত্রী আন্দ্রেয়া নালেস-এর নাম কার্যনির্বাহী সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে৷ তবে সেই প্রক্রিয়া নিয়েও বিতর্ক দেখা দিচ্ছে৷ দলের একটা অংশ সরাসরি সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে শীর্ষ নেতৃত্ব নির্বাচনের দাবি জানাচ্ছে৷ তবে অন্য একটি অংশের মতে, এত দ্রুত এমন পরিবর্তনের বদলে দলের সার্বিক সংস্কারের লক্ষ্যে এক দলীয় সম্মেলন আয়োজন করে তবেই নতুন নেতৃত্ব নির্বাচন করা উচিত৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)