1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার পানির সংকট কমাতে পারে ঘন কুয়াশা

১৭ আগস্ট ২০১০

ঘন কুয়াশার অনেক অসুবিধার কথা আমরা জানি৷ তবে এই ঘন কুয়াশা কিন্তু কাজেরও হতে পারে৷ জার্মানির একদল বিজ্ঞানী সেই চেষ্টাই করছেন৷

https://p.dw.com/p/Op4y
ছবি: AP

বিষয়টা হলো – বিশুদ্ধ পানি৷ বিজ্ঞানীরা কুয়াশা থেকে পানি সংগ্রহ করে দেখেছেন সেই পানির গুণাগুণ অনেক ভাল৷ পানি সংগ্রহের জন্য তাঁরা ব্যবহার করেছেন জাল৷ ইতিমধ্যে ইরিত্রিয়ার কয়েকটি ছোট পরিবার ও স্কুলে এভাবে পানি সরবরাহ করেছে জার্মানিরই একটি সাহায্য সংস্থা ওয়াটার ফাউন্ডেশন৷ এই সংস্থারই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর্নস্ট ফ্রস্ট৷ তিনি বলছেন, একটি জালের সাহায্যে প্রতিদিন প্রায় ১৭০ লিটার পানি সংগ্রহ করা সম্ভব, যা দিয়ে একটি বড় পরিবারের কাজ সহজেই চলে যেতে পারে৷

এছাড়া জাল দিয়ে কুয়াশা থেকে পানি সংগ্রহ করতে খরচও খুব বেশি হয়না৷ এমনটাই বলছেন অধ্যাপক অটো ক্লেম৷ জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কুয়াশা নিয়ে৷ তিনি বলছেন, গ্রীষ্মপ্রধান দেশে রোদ থেকে বাঁচার জন্য যে জাল ব্যবহার করা হয়, সেই ধরণের জাল দিয়েই পানি সংগ্রহের কাজটি করা যাবে৷

তবে পানি সংগ্রহের কাজটি যে একেবারে সহজ তা নয়৷ জাল ঠিকভাবে লাগানো ও তা দেখেশুনে রাখা একটু ঝামেলার কাজই বটে৷ তবে ঠিকমত প্রশিক্ষণ দিলে কাজটি আর কঠিন থাকবেনা বলেই মনে করেন ওয়াটার ফাউন্ডেশনের কর্মকর্তা ফ্রস্ট৷

সম্প্রতি জার্মানির ম্যুনস্টারে হয়ে গেল কুয়াশা নিয়ে একটি সম্মেলন৷ ৩০টি দেশের ১৪০ জন কুয়াশা বিজ্ঞানী মিলিত হয়েছিলেন সেখানে৷ কুয়াশা থেকে পানি সংগ্রহের বিষয়টি আরও কীভাবে এগিয়ে নেয়া যায় তা-ই আলোচনা হয়েছে সম্মেলনে৷

বিজ্ঞানীদের গবেষণায় আরও ভাল কোন উপায় বের করে নিয়ে আসুক এটাই সবার প্রত্যাশা৷ তাহলে বিশ্বের শুষ্ক স্থানগুলোতে পানির সংকট কিছুটা হলেও কমতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম