1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তুর সংখ্যা

১ এপ্রিল ২০১২

২০১১ সালে পৃথিবীতে উদ্বাস্তুদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে৷ রাজনৈতিক অস্থিরতা ও হানাহানির কারণে দেশ ছাড়ছেন মানুষ৷ দেশান্তরী হবার এই ধারাবাহিকতা ২০১২ সালেও অব্যাহত থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/14Vz3
Women and children sit around waiting for food distribution in refugees settlement at San Joao, near Huambo Monday 8th February 1999. The civil war that began in January between the government forces MPLA and rebel UNITA has made thousands of refugees in former portuguese colony. Much recent fighting has been over the country's oil and mineral resouces as well as towns of strategic importance to either side. dpa
ছবি: picture-alliance / dpa

ইটালির ছোট্ট দ্বীপ লাম্পেডুসা৷ শীত চলে যাবার পর এখন সেখানে পর্যটক আসার মৌসুম৷ কিন্তু পর্যটক আসার আগেই, লাম্পেডুসা'র পথে পথে আজ ঘুরছে অগুন্তি উদ্বাস্তু মানুষ৷ আফ্রিকান উদ্বাস্তুরা দল বেঁধে এসে উঠেছে এ দ্বীপে৷ এসেছে টিউনিশিয়ার দেশান্তরীরাও৷

মাত্র বছর খানেক আগেই, টিউনিশিয়ার বিপ্লব মধ্যপ্রাচ্যে দিয়ে গেছে এক নতুনের ডাক৷ সেই ডাকে সাড়া দিয়েই এসেছে ‘আরব বসন্ত'৷ আরব বসন্তের প্রাপ্তি বা অপ্রাপ্তি কী? সে হিসেব হয়তো আরো পরে জানা যাবে৷ কিন্তু বর্তমানের হিসেব বলছে – বিপ্লব, রক্ত আর গৃহযুদ্ধের ফলে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ৷ সেই লাখো উদ্বাস্তুরই এক অংশ এসেছে টিউনিশিয়া থেকেও৷

টিউনিশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র ৭০ মাইল দূরে অবস্থিত লাম্পেডুসা৷ ছোট্ট নৌকোয় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে টিউনিশিয়া থেকে আজো লাম্পেডুসা'য় আসে গৃহহারা মানুষের দল৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে উত্তাল সাগর পার হতে গিয়ে মারাও যায় তাদের কেউ কেউ৷

A Syrian refugee boy gives a victory sign at Reyhanli refugee camp in Hatay province on the Turkish-Syrian border March 25, 2012. REUTERS/Osman Orsal (TURKEY - Tags: POLITICS SOCIETY IMMIGRATION)
তুরস্কের শরণার্থী শিবিরে এক সিরীয় বালকছবি: Reuters

জাতিসংঘের উদ্বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, লিবিয়া ও টিউনিশিয়া সীমান্ত পাড়ি দিয়ে ইটালিতে যাবার সময় মারা গেছে অন্তত আরো ২ হাজার মানুষ ৷

জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশ রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১১ সালে সারা দুনিয়াতেই উদ্বাস্তুর সংখ্যা বেড়েছে৷ শুধু তাই নয়, বেড়েছে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যাও৷

মাল্টা ও ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন আগের চেয়ে জমা পড়েছে অনেক বেশি৷ তুরস্কেও রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে৷ বিশেষ করে ইরাক ও সিরিয়া'র উদ্বাস্তুরাই তুরস্কে আশ্রয়ের আবেদন জানিয়েছে৷

জাতিসংঘ আরো জানাচ্ছে, শিল্পোন্নত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়ের জন্য ২০১১ সালে আবেদন জমা পড়েছে মোটা ৪ লাখ ৪১ হাজার তিনশ' টি৷ ২০১০ সালের তুলনায় এটি অন্তত ২০ ভাগ বেশি৷

ইউরোপ, উত্তর অ্যামেরিকা, উত্তর এশিয়ার দেশগুলোতে এই আবেদন সবচেয়ে বেশি জমা পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি৷

আইভরি কোস্ট, সিরিয়া, লিবিয়ার সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ ঘর ছাড়ছে৷ আরেকটু নিরাপদ জীবনের খোঁজে ইরাক, চীন ও আফগানিস্তান ছেড়েও দেশান্তরী হচ্ছেন মানুষের দল৷

ইউরোপে আশ্রয় পাবার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে উদ্বাস্তুদের৷ রাজনৈতিক আশ্রয়ের জন্য ২০১১ সালে মোট ৩ লাখ ২৭ হাজার আবেদন জমা পড়েছে ইউরোপে৷ অ্যামেরিকাতে পড়েছে প্রায় লাখ খানেক৷ আর জার্মানিতে আশ্রয় চেয়ে আবেদন জমা পড়েছে মোট ৪৫ হাজারেরো বেশি৷

২০১২ সালেও উদ্বাস্তু মানুষের এই মিছিল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে৷ যদি তাই হয়, তাহলে হয়তো, ইটালির সেই ছোট্ট দ্বীপ লাম্পেডুসায়ও পালিয়ে আসতে থাকবে টিউনিশিয়ার উদ্বাস্তুরা৷ আর এভাবেই নিরাপদ জীবনের খোঁজে, ছোট্ট নৌকো করে সাগর পাড় হতে গিয়েই, হয়তো জলে ডুবে ঝরে যাবে আরো কিছু প্রাণ৷

প্রতিবেদন: মনিকা গ্রিবেলার / আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য