1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় সংঘর্ষ-বিরতি নিয়ে সরব ইইউ নেতারা

২২ মার্চ ২০২৪

এই মুহূর্তে গাজায় সংঘর্ষ-বিরতি হোক। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন নেতারা।

https://p.dw.com/p/4e07h
এমানুয়েল মাক্রোঁ সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন, পাশে ওলাফ শলৎস ও ফন ডেয়ার লাইয়েন হাসছেন
এই মুহূর্তে গাজায় সংঘর্ষ-বিরতি চাইছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাছবি: Yves Herman/REUTERS

রাফায় অভিযান নয়। ইইউ-র বৈঠকের পর এই আবেদন জানিয়েছেন ইউরোপের একাধিক দেশের প্রধানরা। বস্তুত, ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, এবার রাফায় অভিযান চালাবে ইসরায়েলের সেনা। তার আগে রাফা ছেড়ে সকলকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রাফা হলো, গাজার সঙ্গে মিশরের সীমান্ত। এতদিন এই সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো হচ্ছিল। নেতানিয়াহু বলেছেন, ওই সীমান্ত দিয়ে কেউ চাইলে গাজার বাইরে চলে যেতে পারেন। চাইলে উত্তর গাজায় যাওয়া যেতে পারে। কারণ, এবার ইসরায়েলের বাহিনী রাফায় অভিযান চালাবে।

উল্লেখ্য, এর আগে ইসরায়লের বাহিনী উত্তর এবং দক্ষিণ গাজায় অভিযান চালিয়েছে। সে সময় কয়েক লাখ মানুষ রাফার শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এখন তাদের পক্ষে সেই শিবির ছেড়ে যাওয়া সম্ভব নয়।

রাশিয়া-বেলারুশ নিয়ে সিদ্ধান্ত

বৃহস্পতিবারের বৈঠকের পর ইউরোপীয কমিশনের প্রধান উরসুলা ফন ডিয়ার লাইয়েন সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়া এবং বেলারুশ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই দেশ থেকে আসা জিনিসের দাম বাড়ানো হবে বলে ঠিক হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ তিনি খাদ্যদ্রব্যের কথা বলেছেন। রাশিয়া থেকে প্রভূত পরিমাণ সিরিয়াল আসে ইউরোপে। মূলত যব এবং গম থেকে তৈরি হয় ওই খাবার।

ইইউ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং বেলারুশ থেকে আসা ওই খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হবে। এর ফলে ইউরোপের বাজারে ওই খাদ্যদ্রব্যের বিক্রি কমে যাবে। রাশিয়া এর থেকে মুনাফা করতে পারবে না।

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ইউরোপ এবং আফ্রিকায় পাঠায়। লোহিত সাগর দিয়ে এই খাদ্যদ্রব্য ইউরোপ এবং আফ্রিকায় পাঠানো হয়। যে কারণে ওই রাস্তাকে বিশ্বের ফুড বাস্কেট বলা হয়। সেই খাবার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইইউ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান