1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল অনুবাদকে যোগ হলো বাংলা ভাষা

২৫ জুন ২০১১

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল তার ভাষা অনুবাদকের তালিকায় যোগ করেছে বাংলা৷ সম্প্রতি সংস্থাটি বাংলাসহ গুজরাটি, কান্নাডা, তামিল এবং তেলেগু ভাষাও যোগ করে অনুবাদক তালিকায়৷

https://p.dw.com/p/11jJ4
Google Books ILLUSTRATION - Ein aufgeschlagenes Buch liegt am Donnerstag (03.09.2009) in Frankfurt am Main vor einem Computerbildschirm mit dem Logo der Internetsuchmaschine Google. Weltweit hat Google in den vergangenen Jahren bereits zehn Millionen Bücher digitalisiert. Jetzt steht der Konzern vor seinem größten literarischen Coup: In den USA hat sich Google mit Autoren und Verlagen in einem Vergleich vor Gericht darauf geeinigt, dass auch urheberrechtlich geschützte Bücher gescannt und Nutzern im Internet in längeren Passagen zur Verfügung gestellt werden. Foto: Marius Becker dpa/lhe (zu dpa 0434) +++(c) dpa - Report+++
গুগলছবি: dpa

বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা৷ ভারতের পশ্চিমবঙ্গসহ অনেক অঞ্চলে বাংলা মানুষের মুখের ভাষা৷ এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অগুনতি বাংলা ভাষাভাষী মানুষজন৷ এই ভাষায় তাই গুগলের অনুবাদক যন্ত্র ব্যবহারের আগ্রহ মানুষের বহুদিনের৷ গত ২১ জুন গুগল এক ব্লগ পোস্টে জানায়, বাংলাসহ আরো চারটি ভাষা যোগ করা হয়েছে সংস্থাটির অনুবাদক যন্ত্রে৷ ফলে, যেকেউ ইন্টারনেটে এখন সহজেই বাংলা ভাষা থেকে অন্য ভাষায় কিংবা অন্য ভাষা থেকে বাংলায় ভাষান্তরের কাজটি সারতে পারবে৷ সবমিলিয়ে গুগলের অনুবাদকের তালিকায় এখন রয়েছে ৬৩টি ভাষা৷

তবে, নতুন যোগ করা ভাষাগুলো গুগল এখনো ‘আলফা' কেটিগরিতে রেখেছে৷ এর মানে হচ্ছে, এসব ভাষার অনুবাদকে প্রচুর সম্পাদনার প্রয়োজন রয়েছে৷ সংস্থাটির রিসার্চ সায়েন্টিস্ট আশিষ ভেনুগোপাল জানিয়েছেন, আপনি যদি আমাদের অনুবাদকে কোন ধরনের ভুলভ্রান্তি দেখতে পান, তাহলে সম্পাদনা করুন৷

এদিকে, গুগলের বাংলা অনুবাদক নিয়ে বেশ আলোচনা চলছে বাংলা ব্লগ আঙ্গিনায়৷ বিশেষ করে, গুগল অনু্বাদক যন্ত্রের ভুল অনুবাদ নিয়ে অনেকে মজাও করেছেন৷ ব্লগার রেজওয়ান এর প্রতিবাদ করে লিখেছেন, ‘‘...আমি মনে করি গুগল ট্রান্সলেটর বাংলা ভাষাভাষীদের জন্য একটি যুগান্তকারী টুল''৷

গুগল অনুবাদকে বাংলা ভাষার উন্নয়নে সহায়তা করতে পারেন যেকেউ৷ ইন্টারনেটে এই সম্পাদনা পদ্ধতি নিয়ে বিস্তারিত পাওয়া যাবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়